এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার বুকে জন্মাষ্টমীর পদযাত্রাই মিলিয়ে দিল বিজেপি-কংগ্রেসের তাবড় নেতাদের! জানুন বিস্তারিত

বাংলার বুকে জন্মাষ্টমীর পদযাত্রাই মিলিয়ে দিল বিজেপি-কংগ্রেসের তাবড় নেতাদের! জানুন বিস্তারিত


ভগবান কৃষ্ণই যেন মিলিয়ে দিলেন সকলকে। শুক্রবার পুরাতন মালদহে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রাই যেন সব রাজনৈতিক দলকে একত্রিত করে দিল। যেখানে মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা যেত তৃণমূল, বিজেপি, কংগ্রেসের নেতাদের। সূত্রের খবর, এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কার্তিক ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, মালদহ বিধানসভার কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার – সকলেই রাজনীতির বিরোধিতা ছেড়ে একসঙ্গে পদযাত্রায় সামিল হয়।

যেখানে সেই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হাঁটলেন হাজারো শ্রীকৃষ্ন ভক্তরাও। আর জন্মাষ্টমীর ব্যানার হাতে নিয়ে যেভাবে শাসক থেকে বিরোধী নেতাদের একসাথে ময়দানে নামতে দেখা গেল তা দেখে এটাকে সম্প্রীতির নজির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপি’র খগেন মুর্মু বলেন, “জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনা হয়। হাজার হাজার মানুষ এদিনটি পালন করেন। এদিন আমরাও জন্মাষ্টমী উৎসব পালন করতে পেরে খুব খুশি হয়েছি। এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণই আমাদের মিলিয়ে দিয়েছেন। দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে অনেকেই এদিন শোভাযাত্রায় হেঁটেছেন। আমরা চাই সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কার্তিক ঘোষ বলেন, “এদিন জন্মাষ্টমীর অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে মিছিলে হেঁটেছি। এটাই ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সম্প্রীতি এবং ঐক্য। এই শোভাযাত্রাকে রাজনীতির সঙ্গে মেলালে চলবে না। প্রচুর ভক্ত এদিন উৎসব পালন করেছেন। আমিও শ্রীকৃষ্ণের আরাধনা করেছি।”

একইভাবে পুরাতন মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের বিভূতিভূষণ ঘোষ বলেন, “বিভিন্ন মতে বিশ্বাসী মানুষ এদিন এক জায়গায় এসে জন্মাষ্টমী পালন করেছেন। আমরা সকলে ভারতবর্ষের সম্প্রীতির ও ঐক্যের বার্তা দিতে চাইছি।” অপরদিকে এই প্রসঙ্গে মালদহ বিধানসভার কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, “জন্মাষ্টমী সকল ধর্ম ও রাজনৈতিক দলের মানুষকে মিলিয়ে দিয়েছে এদিন। জাতি-ধর্ম নির্বিশেষে এদিনটিতে শ্রীকৃষ্ণের প্রেমের বাণী ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই প্রেমের বার্তা শ্রীকৃষ্ণের জন্মদিনে মিলেমিশে শোভাযাত্রার মধ্য দিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছেন।”

জানা যায়,জন্মাষ্টমী উপলক্ষ্যে এদিন বিশাল সুসজ্জিত শোভাযাত্রা এদিন পুরাতন মালদহ শহরের পালপাড়ার রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হলে পাঁচ হাজারের বেশি ভক্ত এদিন জমায়েত করে শোভাযাত্রা বের করেন। যেভাবে সমস্ত রাজনৈতিক দলের নেতারা তাদের দলীয় নীতি-আদর্শ উপেক্ষা করে জন্মাষ্টমী পালন করেছেন, তাতে মালদহের রাজনৈতিক মেলবন্ধন আরও অনেকটাই দৃঢ় হল বলে দাবি বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!