এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করার পথে এবার কংগ্রেস

বিজেপির অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করার পথে এবার কংগ্রেস

এবার নিজের অস্ত্রেই নিজে ঘায়েল হয়ে কাঠগড়ায় বিজেপি। সম্প্রতি বিজেপির রবিশঙ্কর প্রসাদ অভিযোগের সহিত জানান,” নরেন্দ্র মোদীর ২০১৪-র ১৬ মে লোকসভা ভোটে জিতে আসার একদিন আগে ‘৮০:২০’ প্রকল্পে মেহুল চোক্সীর সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম। ২৬ মে মোদীর শপথের ৫ দিন আগে রিজার্ভ ব্যাঙ্ক তাতে সায় দেয়। এই প্রকল্পের মাধ্যমে বিদেশ থেকে সোনা আমদানি করে তার ২০% রফতানির জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল।” এদিকে মোদী সরকার ক্ষমতায় আসার পরও নির্মলা সীতারামনের মুখে প্রকল্পটির বিষয় ইতিবাচক কথা শোনা যায়, কিন্তু হঠাৎই এই প্রকল্প বন্ধ হয়ে যায়। এদিন এমনটাই অভিযোগ জানিয়ে নরেন্দ্র মোদী এবং নির্মলা সীতারামনকে বিজেপিরই তৈরী অস্ত্রে ঘায়েল করে কংগ্রেস।জানা গেছে, এদিন এর পাল্টা জবাবে মেহুল চক্সী জানান, “এই প্রকল্প বন্ধ করার ফলে তাঁদের সুবিধাই হয়েছে। লোকসান কাটিয়ে উঠে ২০০% লাভের মুখ দেখেছেন।” সূত্রের খবর মেহুল চক্সীর জবাবের প্রস্নস্বরুপ কংগ্রেসের রণদীপ সিংহ সূর্যেওয়ালা মন্তব্য করেন,” মেহুল চোক্সীর বরং লোকসান হচ্ছিল ইউপিএর নীতিতে, তা হলে তাঁকে সুবিধা পাইয়ে দিল কে? ইউপিএর প্রকল্পে দুর্নীতি হলে কেনই বা মোদীর মন্ত্রী সংসদে তারিফ করেন? তা হলে কি এফআইআর হবে নির্মলার বিরুদ্ধেও!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!