এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনের হারের পরেই আরো এক শরিককে হারিয়ে কোনঠাসা গেরুয়া শিবির

উপনির্বাচনের হারের পরেই আরো এক শরিককে হারিয়ে কোনঠাসা গেরুয়া শিবির


একই দিনে উত্তর ও দক্ষিণ ভারতে একসাথে বিধস্ত হলো বিজেপি শিবির। একদিকে উত্তর প্রদেশর উপ নির্বাচনে শোচনীয় পরাজয়ের মুখ দেখলো গেরুয়া শিবির অন্যদিকে কেরলের চেনাগান্নুরে আসন্ন উপ নির্বাচনের আগে এনডিএ-(ভারত ধর্ম জনা সেনা)র শরিক বিডিজেএস পার্টি জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নিলো। এদিনই সাংবাদিক সম্মেলন করে জোট ছাড়ার কথা স্বীকার করে নেন বিডিজিএস পার্টির সদস্যরা। ওয়াকিবহাল মহলের ধারণা অনুসারে বিডিজেএস -এর মতো পার্টি কেরলে বিজেপি-র সঙ্গ ছেড়ে দেওয়াতে বিজেপি শক্তি ও অবস্থান গত ভাবে খুবই দুর্বল হয়ে পড়লো । জানা যাচ্ছে বিডিজেএস -এর অনেককেই রাজ্যসভায় টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ অবধি বিজেপি কথা রাখেনি। বিজেপির দাবি অনুসারে জোটশক্তিতে যা কিছু সমস্যা ছিলো আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া যেত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!