গ্রেফতার হলেন লকেট চট্টোপাধ্যায় রাজ্য January 29, 2018 আজ শিলিগুড়িতে নাবালিকার মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিজেপি -র মহিলা মোর্চা কলকাতায় প্রতিবাদ মিছিল করে ।এর নেতৃত্বে ছিলেনলকেট চট্টোপাধ্যায়।এই মিছিল চলে দলের রাজ্য দপ্তর থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত।অভিযোগ মিছিল শেষ করেই ওয়াই চ্যানেলে রাস্তা অবরুদ্ধ করে ধারণায় বসে মহিলা মোর্চা কর্মীরা। ফলে পুলিশ রাস্তা থেকে তাদের সারাতে যাওয়ায় বচসা বাধে,উত্তেজনা ছড়ায় ধর্মতলায়।শেষে লকেট চট্টোপাধ্যায় সমেত আরও ১৯ জন মহিলা মোর্চা সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাঁর শাড়ী চিরে দেওয়া হয়েছে। আপাতত তাঁদের সেন্ট্রাল প্রিজ়নে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আপনার মতামত জানান -