এখন পড়ছেন
হোম > রাজ্য > নেতা আছে, কর্মী নেই – বিজেপির পঞ্চায়েতের রণকৌশলের সভায় চোটে লাল রাজ্যনেতা

নেতা আছে, কর্মী নেই – বিজেপির পঞ্চায়েতের রণকৌশলের সভায় চোটে লাল রাজ্যনেতা


ব্রজলাল ব্লক পার্টি অফিসে বিজেপির সংখ্যা লঘু সম্মেলনের আয়োজন করে রাজ্য বিজেপি। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আবু হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু দলের কর্মী সমর্থকদের সংখ্যা তাঁদের কাছে হতাশার কারণ হয়ে দাঁড়ায়।সভা করতে এসে দেখেন লোক নেই ফলে চোটে লাল হন রাজ্যনেতা।এদিকে তাঁকে শান্ত করতে দলের নেতৃত্বগণ কর্মী সমর্থক খুঁজতে বেরোয় নন্দীগ্রাম, সুতাহাটা, গেওখালী, তমলুক ও নন্দকুমারের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। যদিও খালি হাতেই ফেরে তারা। অবশেষে কয়েকজন সমর্থকের সামনে বিশ্বপ্রিয় বাবু বলেন,‘‘শুধু মুসলমান নয়, সংখ্যালঘু মানে শিখ, জৈন, পার্সি, খ্রিষ্টানদের প্রতিনিধিদেরকেও আমাদের সঙ্গে যুক্ত করতে হবে। যাতে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারানো যায়।’’ এদিন লোকসংখ্যা কমের বিষয় যুক্তি দিয়ে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সাদ্দাম বলেন,‘‘সব জায়গায় আমাদের লোককে আটকে দেওয়া হয়েছে। তবে এত কিছু করেও ওরা বিজেপিকে পঞ্চায়েত ভোটে আটকাতে পারবে না।’’ মহিসাদলের তৃণমূল সভাপতি তিলক চক্রবর্তী এদিন বিজেপির এই সম্মেলনের তির্যক মন্তব্য করে বলেন ‘‘তৃণমূল মানেই মা-মাটি-মানুষ। আমরা সব সময়ই মানুষের পাশে রয়েছি। মানুষও আমাদের পাশে রয়েছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!