এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লকডাউনেই বাজিমাত! পুরুলিয়ার গেরুয়া দুর্গে বড়সড় ভাঙন ধরালো ঘাসফুল শিবির

লকডাউনেই বাজিমাত! পুরুলিয়ার গেরুয়া দুর্গে বড়সড় ভাঙন ধরালো ঘাসফুল শিবির


2019 এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলেই তৃণমূলের মুখ পুড়েছিল সবথেকে বেশি। এবং সেখানে গেরুয়া শিবিরের জয়জয়কার ছিল দেখার মতন। এর মধ্যে বেশ কিছু সময় কেটে গেছে। আর তার মধ্যেই নতুন করে পুরুলিয়ার গেরুয়া দুর্গে ফাটল ধরল বলে জানা গেছে। ওয়াকিবহাল এর মতে এই ফাটল ধরানোর পেছনে তৃণমূল শিবিরের হাত যথেষ্ট।

অন্যদিকে রাজ্যে বিজেপি শিবির যেখানে তাদের সংগঠনকে আরো সাজিয়ে-গুছিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের যুদ্ধে নামার প্রস্তুতি চালাচ্ছে, ঠিক সে সময় তলে তলে তৃণমূল শিবির গেরুয়া শিবিরের ঘর ভাঙার কাজ চালিয়েছে বলে মনে করা হচ্ছে‌। সম্প্রতি, পুরুলিয়ার কাশিপুর ব্লকের ত্রিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। এদিন কাশিপুর ব্লকের কালিদহ এলাকার দশটি এবং গুহাগাড়া এলাকার কুড়িটি পরিবার তৃণমূল শিবিরে যোগদান করে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাশিপুর তৃণমূল কার্যালয়ে বিধায়ক স্বপন বেলথরিয়া দলবদলকারীদের হাতে দলের পতাকা তুলে দেন বলে জানা গেছে। যারা যোগদান করেছেন, তাঁদের পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যেভাবে করোনা পরিস্হিতি ও আমফান পরিস্হিতি সামলাচ্ছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তা দেখে উদ্বুদ্ধ হয়েই তাঁদের যোগদান তৃণমূল শিবিরে। যদিও বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি রাজেশ চিন্না পুরো ব‍্যাপারটি অস্বীকার করেছেন বলে খবর।

লোকসভা নির্বাচনেই প্রমাণিত গোটা পুরুলিয়া জেলাই কার্যত গেরুয়া শিবিরের দুর্ভেদ্য দুর্গ হয়ে উঠেছে। ফলে, বিধানসভা নির্বাচনে এই জেলায় ভালো ফলের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। আপাতত দেখার, বিজেপি থেকে তৃণমূলে এই দলবদল পুরুলিয়ার গেরুয়া শিবিরে কোনো প্রভাব ফেলতে পারে কিনা! রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আর মাত্র ১ বছরের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে, দিন যত গড়াবে – এই ধরনের দলবদলের খবর ততই সামনে আসতে শুরু করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!