এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি বিধায়ককে নতুন বছরের শুভেচ্ছা মমতার, জোর জল্পনা রাজ্যে

বিজেপি বিধায়ককে নতুন বছরের শুভেচ্ছা মমতার, জোর জল্পনা রাজ্যে


রাজনীতিতে সৌজন্যে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বঙ্গ রাজনীতিতে শাসক-বিরোধী তরজা যে পর্যায়ে পৌঁছয়, তাতে রাজনৈতিক সৌজন্য প্রায় উঠেই গেছে। বর্তমানে শাসক দল তৃণমূল বনাম বিরোধী দল বিজেপির মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক রাজ্যে। সৌজন্যতা দূর অস্ত, মাঝেমধ্যেই দুই দলের নেতাদের একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি করতে দেখা যায়। যা মাঝেমধ্যেই শালীনতার মাত্রা ছাড়ায়।

আর এই পরিস্থিতিতে নিজের প্রাক্তন সতীর্থ তথা বর্তমানে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে নতুন বছরের শুভেচ্ছা পত্র পাঠাতে দেখা গেল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে ঘটনায় নিছক সৌজন্য রয়েছে বলে মনে করা হলেও, এর মধ্যে ভবিষ্যতের বার্তা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

বস্তুত, তৃণমূলের জন্মলগ্ন থেকেই বিশ্বজিৎবাবু তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। গত 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিধানসভা ভোটের টিকিট দেওয়ার পর বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে 2016 সালেও তাঁকে সেই বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ফের দ্বিতীয়বারের জন্য জয়লাভ করে বিশ্বজিৎ দাস বিধায়ক হলেও, গত জুন মাসে লোকসভা ভোটের পরবর্তী সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি।

বিজেপি বিধায়ককে নতুন বছরের শুভেচ্ছা তৃণমূল নেত্রী মমতার, তীব্র জল্পনা রাজ্যে –

https://www.youtube.com/watch?v=a89ATVSM8uM

স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত বিশ্বজিৎবাবু বিজেপিতেই রয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে তার প্রাক্তন নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বজিৎ দাসের কাছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পত্র পাঠানোয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ঘুম উড়তে শুরু করেছে। হঠাৎ এই দলত্যাগী বিধায়ককে কেন নতুন বছরের শুভেচ্ছা পত্র পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ।

অনেকে বলছেন, তৃণমূল ছেড়ে শুভ্রাংশু রায়, সব্যসাচী দত্তের মত বিধায়কও বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু তাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কেন বেছে বেছে বিশ্বজিৎ দাসকেই সেই শুভেচ্ছা পত্র পাঠালেন তিনি! তাহলে কি এর পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে! জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই কার্ডের ওপর সমুদ্রের মধ্যে সূর্য ওঠার ছবি রয়েছে। আর ভেতরে ইংরেজিতে লেখা রয়েছে, “নতুন বছর তোমার জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি-সুস্বাস্থ্য বয়ে আনুক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর একদম সবার শেষে লেখা রয়েছে, মমতা। এদিকে তৃণমূল ছাড়ার পরেও বিশ্বজিৎবাবু নিজের প্রাক্তন নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পত্র পেয়ে কিছুটা হলেও উজ্জীবিত। এদিন এই প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন, “মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন শুভেচ্ছা পত্র পাওয়া প্রথম নয়। আমার জন্মদিনেও শুভেচ্ছা পত্র পাঠান। বাবা মারা যাওয়ার পরেও মায়ের কাছে মুখ্যমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছিলেন। নতুন বছরের শুভেচ্ছা পত্র তিনি পাঠান। তবে দলীয় কার্যালয়ে। এবারই প্রথম বাড়িতে পাঠালেন।”

তাহলে কি নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়ে বিশ্বজিৎ দাসকে পরোক্ষে তৃণমূলে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়! নাকি এর পেছনে শুধু দীর্ঘদিনের সম্পর্কের ব্যাপারটি রয়েছে! এদিন এই প্রসঙ্গে বিশ্বজিৎবাবু বলেন, “মুখ্যমন্ত্রী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন। এটা রাজনৈতিক সৌজন্য। রাজনীতিতে এটা থাকা ভালো।” তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক মুখ্যমন্ত্রীর তরফে ইংরেজি নববর্ষের কার্ড পাওয়া নিয়ে যে কথাই বলুন না কেন, তার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়! এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!