এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নবান্ন অভিযানে রাজ্য জুড়ে প্রবল হয়েছে গেরুয়া হাওয়া! মমতার ঘুম ওড়াতে আরও বড় অভিযান বিজেপির?

নবান্ন অভিযানে রাজ্য জুড়ে প্রবল হয়েছে গেরুয়া হাওয়া! মমতার ঘুম ওড়াতে আরও বড় অভিযান বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গের মানুষকে যাতে সমস্ত কাজে কলকাতায় ছুটতে না হয়, তার জন্য ক্ষমতায় আসার পরই উত্তরবঙ্গে উত্তরকন্যা গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে উত্তরবঙ্গের সমস্ত কাজকর্ম করা হত। ইতিমধ্যেই রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন অভিযানের মধ্য দিয়ে প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এবার মিনি মহাকরণ হিসেবে পরিচিত উত্তরবঙ্গের উত্তরকন্যাতেও অভিযান চালানোর কথা শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের গলায়।

যার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই বিজেপি নিজেদের শক্তি এই অভিযান কর্মসূচির মধ্য দিয়ে বাড়িয়ে তোলার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, সম্প্রতি শিলিগুড়িতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর তার সঙ্গে আলোচনার পরেই বিজেপি নেতাদের গলায় শোনা যাচ্ছে যে, আগামী পুজোর পরেই উত্তরকন্যা অভিযান করবে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিকভাবেই বিজেপি নেতৃত্বের মুখ থেকে এই ধরনের বক্তব্য সামনে আসায় এবার তীব্র গুঞ্জন তৈরি হয়েছে।

জানা গেছে, উত্তরবঙ্গে এসে আট জেলার সভাপতি সহ অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যেখানে দলের একাংশ উত্তরকন্যা অভিযানের প্রস্তাব দেন। আর এতেই সবুজ সঙ্কেত দেওয়ার পর আগামী পুজোর পরেই উত্তরকন্যা অভিযান হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়েছে। যার ফলে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন হিমশিম খেয়েছে। আর এবার উত্তরবঙ্গের মিনি মহাকরণ হিসেবে পরিচিত উত্তরকন্যাতেও যদি সেই অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়, তাহলে তৃণমূল সরকারের ঘুম অনেকটাই উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি আদিবাসী, রাজবংশী, গোর্খা সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা এই অভিযানে সামিল হবেন। অর্থাৎ যেনতেন প্রকারে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও উত্তরকন্যা অভিযানের মধ্য দিয়ে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর পুজোর পর এই কর্মসূচি করে উত্তরবঙ্গের মাটিকে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আরও শক্তিশালী করতে উদ্যত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনন্দ বর্মন বলেন, “উত্তরবঙ্গের উর্বর মাটিতে পদ্মের বাগান তৈরি হলেও উত্তরকন্যা অভিযান কোনোদিন করা হয়নি। নবান্ন অভিযানেও এখানকার কার্যকর্তারা শামিল হতে পারেননি। তাই শিলিগুড়িতে মহানন্দা অ্যাকশন প্ল্যানের দুর্নীতির কিনারা, পুলিশি সন্ত্রাস বন্ধ করা, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করা সহ একগুচ্ছ দাবিতে উত্তরকন্যা অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অভিযান মেগা কর্মসূচির রূপ নেবে।

পুজোর পরই দলে আলোচনা করে এই কর্মসূচির দিন তারিখ ঠিক করা হবে।” অর্থাৎ বিজেপি নেতার এই বক্তব্য থেকেই স্পষ্ট যে, ভারতীয় জনতা পার্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গকেও বাড়তি গুরুত্ব দিতে চাইছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করেছিল গেরুয়া শিবির। তাই আগামী বিধানসভা নির্বাচনে যাতে টার্গেট বেঁধে দেওয়া 50 টির বেশি আসন দখল করা যায়, তার জন্য পুজোর পরেই বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের উদ্যোগ নেওয়া হল। সব মিলিয়ে বিজেপির এই অভিযান কবে হয় এবং তাতে কতটা সাফল্য পায় গেরুয়া শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!