এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি নেতা মুকুল রায়ের প্রশংসা মমতার, বাড়ছে জল্পনা!

বিজেপি নেতা মুকুল রায়ের প্রশংসা মমতার, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন মুকুল রায়। কিন্তু 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেলেও, প্রথম ধাক্কাটা দিয়েছিলেন সেই মুকুলবাবু। তৃণমূলের আদ্যপ্রান্ত সমস্ত খবর রাখা মুকুল রায় ছেড়ে আসার পরেই রীতিমত চাপে পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই সময় প্রতিটি সভা থেকে মুকুল রায়কে গদ্দার এবং মীরজাফর বলে কটাক্ষ করতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুপোকাত করতে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অধিকারী পরিবারের মেজো ছেলে, তখন মুকুল রায়ের কথা তুলে ধরে বিজেপিকে সুকৌশলে চাপে রাখার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা করে কিছুটা হলেও মুকুলবাবুর প্রশংসা করলেন তৃণমূল নেত্রী। আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে মুকুল রায়ের প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মুকুল বেচারা থাকে কাঁচরাপাড়ায়। ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, এগুলো ওর নিজের জেলার বিধানসভা কেন্দ্র। ওকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে। মুকুল শুভেন্দুর মত এত খারাপ নয়, অন্তত এটা আমি বলব।” স্বাভাবিক ভাবেই বর্তমান সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ করে মুকুল রায়ের প্রশংসা করতে শুরু করলেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

অনেকেই বলতে শুরু করেছেন বিজেপিতে বর্তমানে নতুন বনাম পুরনো নেতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তাই এই পরিস্থিতিতে প্রথম তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুলবাবুকে কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বিজেপির বর্তমান নব্য নেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীকে কিছুটা কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্ষেত্রে মুকুল রায় এবং তার অনুগামীদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়ে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র করার রাস্তা বেছে নিলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, শুভেন্দু অধিকারী বর্তমানে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিতে শুরু করেছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রীকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই একসময় মুকুল রায় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ মুখ হলেও, বর্তমানে সেই জায়গা দখল করেছেন শুভেন্দু অধিকারী। যার ফলে অস্বস্তি ক্রমশ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। আর এই পরিস্থিতিতে সেই মুকুল রায়কে নিজের জেলার কোনো একটি বিধানসভা কেন্দ্রে টিকিট না দিয়ে কেন কৃষ্ণনগরে টিকিট দেওয়া হল, সেই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা করে কিছুটা হলেও মুকুল রায়ের দিকেই সমর্থন দিলেন তৃণমূল নেত্রী। যা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচনের সময় মুকুল রায়ের এই প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে আসায় জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। এখন প্রাক্তন নেত্রীর গলা থেকে এই ধরনের কথা শোনার পর মুকুল রায় কোনো প্রতিক্রিয়া দেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!