এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি সভাপতিকে পাশে পেয়ে নতুন উদ্যোমে গোসাবার আক্রান্তরা

বিজেপি সভাপতিকে পাশে পেয়ে নতুন উদ্যোমে গোসাবার আক্রান্তরা


পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরুর সময় থেকেই সন্ত্রাসের বিষ ছড়িয়েছে বঙ্গের কোনায় কোনোয়, হিংসার রাজনীতির নজির মিলেছে অগুন্তি জায়গায়, বলে বিরোধীদের অভিযোগ। আর এই অশান্তির আগুন থেকে বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগনাও বলে গেরুয়া শিবিরের অভিযোগ। নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা করায়ত্ত করতে মার, জখম, লুটপাট, শাসানির পথ বেছে নিয়েছে রাজ্যের শাসকদল বলে অভিযোগ বারবার জানিয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। সম্মিলিত বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আবহে গত কয়েকদিন ধরে বন্দুকের রাজনীতি চলেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও তার আশেপাশের এলাকায়। ভয় দেখানো, অমানবিক মারধোরের পাশাপাশি চলেছে অবাধে বাড়িঘর ভেঙে দেওয়ার মত ঘটনা। তার জেরে আক্রান্ত হয়েছেন বহু বিজেপি কর্মী, বহু বিজেপি কর্মী-সমর্থক তো ভয়ে এখনোও এলাকা ছাড়া বলেও অভিযোগ উঠেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই দীর্ঘমেয়াদি সন্ত্রাসের রাজনীতির জেরে অযথাই নিপীড়ন সহ্য করলেন যেসব দলীয় কর্মীরা তাঁরা কিন্তু সবসময়ই চেয়েছিলেন দলের মুখপাত্ররা তাঁদের এই দুর্ভোগের দিনে পাশে থাকুক বলে স্থানীয় বিজেপি আধিকারিকদের দাবি। আর তাঁদের সেই ইচ্ছাকে মান্যতা দিল অবশেষে বিজেপির রাজ্য নেতৃত্ত্ব। গতকাল গোসাবা অঞ্চলে আক্রান্তদের খোঁজখবর নিতে যান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও দিলীপবাবুর সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি ত্রিদিব মন্ডল ও দুই সাধারণ সম্পাদক নারায়ণ মল্লিক এবং সুনিপ দাস। দিলীপ বাবু আক্রান্তদের উদ্দেশ্যে বলেন যে দল সবসময় তাঁদের পাশে আছে। বিজেপির দলীয় কর্মীরা যে ভাবে ভোটযুদ্ধে লড়াই করেছেন তার জন্য উনি করজোড়ে যোদ্ধাদের সম্মান জানান। বিজেপি রাজ্য সেনাপতিকে কাছে পেয়ে আক্রান্তরা নতুন উদ্যোম পেলো আবার সোজা হয়ে দাঁড়ানোর, লড়াই করার বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্ত্বের। প্রসঙ্গত, গোসাবা পরিদর্শনে এসে বিজেপি সভাপতিকে মহেশতলা উপনির্বাচনের বিজেপির অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান যে ওখানে বিজেপির ফলাফল ইতিবাচকই হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!