এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির রাজ্যজয়ের স্বপ্নে লাগবে বড় ধাক্কা? অপারেশন কমলের অ্যান্টিডোটে মাত করবে বিরোধীরা?

বিজেপির রাজ্যজয়ের স্বপ্নে লাগবে বড় ধাক্কা? অপারেশন কমলের অ্যান্টিডোটে মাত করবে বিরোধীরা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন বিজেপি যে ‘অপারেশন কমল’ কে কাজে লাগিয়ে একের পর এক রাজ্যে কংগ্রেসকে সরিয়ে নিজেদের ক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছিল, এবার সেই পথেই পা বাড়াতে চলেছে কংগ্রেস। তথ্য সূত্র জানা গেছে, হরিয়ানাতে বিজেপি-জেজেপি জোটে ইতিমধ্যেই ভাঙন শুরু হয়েছে। আর সেই প্রেক্ষিতে সুযোগ খুঁজছে কংগ্রেস। অন্যদিকে, কৃষি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই জোট ত্যাগ করতে দেখা গেছে বিজেপির পুরোনো জোট সঙ্গী পাঞ্জাবের অকালি দলকে।

শুধু তাই নয়, এর সঙ্গে রাজস্থানের লোকতান্ত্রিক জনতা দলও নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জোট ছাড়ার হুমকি দিয়েছে বলেও জানা গেছে। সেখানে যদি এবার হরিয়ানায় বিজেপির জোটসঙ্গী জেজেপিও একই পথ অনুসরণ করে, তবে বিজেপির ঘর ভাঙতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অনেকের কথায়, এই পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে ছক কষার পালা শুরু হয়েছে। আর সেখানেই কংগ্রেস বিজেপিকে আরও চাপে ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি জানা গেছে, কেন্দ্রের সঙ্গে বৈঠকে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছে কৃষক প্রতিনিধিদল।

আপনার মতামত জানান -

অন্যদিকে, একাধিক আশ্বাস দেওয়া হলেও আইন প্রত্যাহার করতে অস্বীকার করেছে মোদী সরকার। এই পরিস্থিতিতে শনিবার আবার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে পরের এই বৈঠক হবে কি না তা নিয়ে ইতিমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ এদিনের বৈঠক শেষে কৃষক প্রতিনিধিদলের নেতৃত্ব এমনই ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে হরিয়ানায় বিজেপির শরিক জেজেপি নিয়েও আশঙ্কা প্রকাশ পেয়েছে। আর সেই প্রেক্ষিতেই কংগ্রেস বিজেপির সরকারের পতন হবে বলেই আশা করছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ৪০টি আসন। আর জেজেপির আছে ১০টি আসন।

অন্যদিকে, কংগ্রেসে রয়েছেন ৩১ জন বিধায়ক। এছাড়া অন্যান্য নির্দল বা ছোটো দল মিলিয়ে ৯ জন বিধায়ক রয়েছেন বলেই জানা গেছে। সেখানে পরিসংখ্যানের নিরিখে বিজেপি বাদে সবাইকে সঙ্গে নিতে পারলে কংগ্রেস সরকার গঠন করতে সক্ষম হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে ম্যাজিক ফিগার পার করতে কংগ্রেসের বেশি অসুবিধে হবে না বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে নিজেদের ৩৯ দফা দাবি তোলেন কৃষক প্রতিনিধিদল। সেখানে একাধিক বিষয়ে কৃষকদের উদ্বেগের কথা জানান হয়। সেখানে কৃষি বাজার ও চুক্তিভিত্তিক চাষ সংক্রান্ত আইন বড় বেসরকারি সংস্থাগুলিকে সক্রিয় করে তুলবে বলেই আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

অন্যদিকে বেসরকারি কৃষি বাজার তৈরি ও ফসল ক্রয়ের উপর নিয়ন্ত্রণ নিয়েও এদিন আশঙ্কা প্রকাশ করতে দেখা গেছে তাঁদের। সেইসঙ্গে বৈঠকে উৎপাদিত ফসলের পরিবহন ও হিমঘরের উপর নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে প্রশ্ন ওঠে। সেখানে চাষীরা নতুন আইনে বড় ব্যবসায়ীদের সামনে পড়ে নিজেদের স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বলেই জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!