এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ২৭ কোটি টাকার মাদক,গ্রেপ্তার নেতা সহ সাত

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ২৭ কোটি টাকার মাদক,গ্রেপ্তার নেতা সহ সাত


একের পর এক বেআইনি কাজের সঙ্গে জুড়ছে বিজেপি নেতাদের নাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দফায় দফায় আপত্তিজনক কাজের অভিযোগ উঠছে পদ্মশিবিরের কর্তাদের বিরুদ্ধে। লোকসভা ভোটের এই ধরণের খবর বারবার সামনে আসায় রক্তচাপ বাড়ছে মোদীজি-অমিতশাহদের। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে মনিপুরের চান্দাল জেলার বিজেপি শিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে, মোট ২৭ কোটি টাকার মাদক সহ ৫৭.১৮ লক্ষ টাকা এবং ৯৫ হাজার পুরানো নোট উদ্ধার করেছে পুলিশ চান্দালের বিজেপি নেতা লুতখোশেই জাউয়ের বাড়ি থেকে। শুধু টাকা নয়, এর পাশাপাশি পাওয়া গেছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। রয়েছে ০.৩২ এনপিবি পিস্তল,২১ রাউন্ড গুলি,১ টি রাইফেল। এর ভিতর হেরোইনই ছিল ৪.৫৯ কেজি এবং ট্যাবলেট ২৮ কেজি। এছাড়াও পাওয়া গেছে ৮ টি ব্যাঙ্কের পাশ বই।গোপনসূত্রে খবর পেয়ে এনবি (দ্য নারকোটিকস এন্ড অ্যফেয়ার অফ বর্ডার) অতর্কিকে হানা নেতার বাড়ি। তারপরই উদ্ধার হয় এসব বেআইনি মালপত্র। ওই গ্রাম থেকেই পুলিশ লুতখোশেই জাউ সহ গ্রেফতার করে ৭ জনকে।  বিজেপি নেতা লুতখোশেই নিজেও নিয়মতি মাদক সেবন করতেন,এমনটাই জানা গেছে প্রতিবেশিদের কাছে জিজ্ঞাসাবাদ করে। তাই পড়শি দেশ মায়ানমারে ড্রাগ পাচার করতে পারেন বলেও সন্দেহ করছে পুলিশ। এমনকি মায়ানমার থেকেও কোটি কোটি টাকার মাদক আসতে পারে বলেও অনুমান করছে এনবি। সঠিক তথ্য জানতে ধৃত ওই ৭ জনকে জেরা শুরু করা হয়েছে বলেই জানা গেছে এনবি সূত্র থেকে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য, ধৃত লুতখোশেই গতবছর কংগ্রেসের সদস্য ছিল কিন্তু পরে তিনি বিজেপিশিবিরের টিকিট কেটেছেন। তাঁর বাড়ি থেকে পাওয়া সুটকেশ ভর্তি টাকা,মাদকসহ আগ্নেয়াস্ত্র পেয়ে পুলিশ অনুমান করেছে যে অনেক দিন ধরেই মাদক পাচারচক্র চালাচ্ছেন তিনি। তিনি ছাড়াও বাকি অভিযুক্তদের বাড়ি থেকেও প্রচুর বেআইনি মালপত্র উদ্ধার হয়েছে। তাঁরাও ড্রাগস্ লেনদেনে যুক্তি কিনা তা জানতে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তাঁদের। এনবি সূত্রে আরো জানা গেছে গেছে, বেশ অনেকদিন ধরেই নাকি ধৃতদের নজরদারি করছিল পুলিশ। সঠিক সময় বুঝে এদিন হাতেনাতে ধরে অভিযুক্তদের। এই ধরণের বেআইনি কাজের খবর প্রকাশ্যে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে মনিপুরের পদ্মশিবির সহ কেন্দ্রীয় সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!