এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতের নির্দেশ, রোগীর পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ

আদালতের নির্দেশ, রোগীর পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দীর্ঘদিন ধরে কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। করোনা পরিস্থিতিতেও বেসরকারি হাসপাতালগুলি লাখ লাখ টাকার বিল করে চলেছে রোগীর পরিবারের কাছে বলে জানা যাচ্ছে। এমন কি দেখা যাচ্ছে, করোনার ওষুধ বলে প্রায় লাখ টাকার কাছাকাছি বিল তৈরি করে ফেলেছে কোন কোন বেসরকারি হাসপাতাল। এই অবস্থায় বেসরকারী হাসপাতালগুলির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। রাজ্য সরকারের এক্ষেত্রে বিল কম নেওয়ার আবেদনকেও রীতিমতো অগ্রাহ্য করেছে বেসরকারি হাসপাতালগুলো বলে জানা যাচ্ছে।

তবে এবার কলকাতার বুকে বিখ্যাত বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য কমিশনের নির্দেশে বন্ধ করে দিতে হচ্ছে তাঁদের সমস্ত শাখা। জানা গেছে, এই নির্দেশ কার্যকর হয়েছে এক বছর আগের একটি অভিযোগের কারণে। গত বছর আনন্দলোক হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। অভিযোগ ওঠে হাসপাতালের গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সেসময় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান আনন্দলোক হাসপাতালকে নির্দেশ দিয়েছিল রোগীর পরিবারকে তিন লক্ষ টাকা জরিমানা হিসেবে দেওয়ার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সম্প্রতি হাসপাতালের তরফ থেকে জানানো হয়, যে তাঁরা এত টাকা দিতে পারবেনা। শুধুমাত্র এক লক্ষ টাকা তাঁরা রোগীর পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন বলে জানা গেছে। আর তারপরেই স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনকে নির্দেশ দেন, আনন্দলোক হাসপাতালে সমস্ত শাখা বন্ধের জন্য। শুধু তাই নয়, স্বাস্থ্য কমিশন সম্প্রতি রোগীর পরিবারকে জানিয়েছে, তাঁরা যদি ইচ্ছে করে তাহলে হাসপাতালের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করে নিতে পারেন।

যদিও এখনো পর্যন্ত এ ব্যাপারে রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, কলকাতার বুকে বেসরকারি হাসপাতালগুলো যেভাবে রোগীর পরিবারের ওপর বিশাল খরচ চাপিয়ে দিচ্ছে, তা প্রায় ডাকাতি করার সমান। আনন্দলোক হাসপাতালকে যে নির্দেশের সম্মুখীন হতে হল তা অন্যান্য বেসরকারি হাসপাতালগুলিকে কিছুটা চিন্তিত করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আনন্দলোকের সমস্ত শাখা বন্ধ হয়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই হাসপাতালটি যে বিপাকে পড়তে চলেছে তা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!