এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > খুলে গেল ইমরানের মুখোশ? শিখদের জন্য লোক দেখানো ভণ্ডামি ফাঁস মাত্র কয়েক মাসেই? জানুন বিস্তারে

খুলে গেল ইমরানের মুখোশ? শিখদের জন্য লোক দেখানো ভণ্ডামি ফাঁস মাত্র কয়েক মাসেই? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই অভিযোগ চলে আসছে পাকিস্তানের বিরুদ্ধে, যে সেখানে সংখ্যালঘু হিন্দুরা বারংবার আক্রমণের মুখোমুখি হন। বারংবার কোণঠাসা হন। যদিও পাকিস্তান সরকার এ ধরনের বিবৃতি মোটেই স্বীকার করেনা। কিন্তু এবার এমন একটি ঘটনা ঘটল, যেখানে পাকিস্তান সরকারের মুখোশ খুলে গেল বিশ্বের সামনে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক বছর আগে উদ্বোধন হয়েছিল পাকিস্তানের কর্তারপুর গুরুদ্বার এর। ভারতের মাটিতে কর্তারপুর গুরুদুয়ারা যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেছিলেন কর্তারপুর করিডোর এর। এতদিন পর্যন্ত কর্তারপুর গুরুদুয়ারার নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল পাকিস্তানের শিখ গুরুদুয়ার প্রবন্ধক কমিটির হাতে।

কিন্তু এবার যখন কর্তারপুর গুরুদুয়ারার এক বছর পূর্ণ হওয়ার মুখে, ঠিক সে সময় পাকিস্তান সরকার এই গুরুদুয়ারার নিয়ন্ত্রণক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিল পুরোপুরিভাবে। যা রীতিমতো ক্ষোভ সৃষ্টি করেছে পাকিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী 8 নভেম্বর কর্তারপুর গুরুদুয়ারার উদ্বোধনের বর্ষপূর্তি হচ্ছে। এতদিন পর্যন্ত এই গুরুদুয়ারার স্মৃতিবিজড়িত এবং গুরু নানকের স্মৃতি বিজড়িত এই গুরুদুয়ারার নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণভাবে শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির হাতে। কিন্তু এবার ইমরান খানের সরকার এই বিখ্যাত গুরুদুয়ারার দরবার সাহেবের নিয়ন্ত্রণ মুসলিমদের একটি সংস্থা ইটিপিবির হাতে তুলে দিল।

এ ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করেছে পাকিস্তানের ধর্মীয় বিষয়ক মন্ত্রক। যদিও ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে পাকিস্তানের বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। কিন্তু আক্রান্ত হওয়ার ভয়ে কেউ এ বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাইছেন না বলে জানা যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের শিখ গুরুদ্বার কমিটির এক সদস্য জানিয়েছেন, 2019 সালের 9 নভেম্বর কর্তারপুর গুরদুয়ারা উদ্বোধনের পর ভারতসহ বিভিন্ন দেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষেরা কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তান এসে পবিত্র গুরুদুয়ারার দর্শন করে গেছেন। কিছুদিন বাদেই কর্তারপুর গুরুদুয়ারার উদ্বোধনের বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই উপলক্ষে বিশেষ বিশেষ পরিকল্পনা করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিভিন্ন অনুষ্ঠানসূচিও তৈরি হয়েছিল। কিন্তু তার আগেই গুরুদুয়ারা নিয়ন্ত্রণক্ষমতা মুসলিমদের হাতে তুলে দেওয়া স্বাভাবিকভাবেই মন ভেঙে গেছে পাকিস্থানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের এবং এই গুরুদুয়ারা নিয়ন্ত্রণক্ষমতা এতদিন যাদের হাতে ছিল সেই পাকিস্তানের শিখ গুরুদুয়ার প্রবন্ধক কমিটির। গতবছর শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের 550 তম জন্ম শতবার্ষিকী পালন হয়েছে। আর সেই উপলক্ষেই কর্তারপুর করিডোর এর উদ্বোধন হয়। যেহেতু পাকিস্তান সরকারের হাতে চলে গেল বর্তমানে কর্তারপুর গুরুদুয়ারের দায়িত্ব, তাই এবার পাকিস্তানের করিডোর দিয়ে ভারতসহ অন্যান্য দেশের মানুষরা আর কর্তারপুর গুরুদুয়ারার দর্শন করতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই জানিয়ে এসেছেন যে তিনি পাকিস্তানের কোন মানুষের মধ্যে কোনো বিভেদ করেন না। যদিও ভারতের পক্ষ থেকে কিন্তু বরাবরই পাকিস্তানের সরকারের এ ধরনের দাবীকে মিথ্যাচারের নাম দিয়ে সমালোচনা করা হয়েছে। এবং ভারত যে ভুল নয়, সে কথা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। মাত্র বছরখানেক পাকিস্তান সরকার ক্ষমতা হাতছাড়া করে রেখেছিল, এবার সুযোগ পেয়ে সেই ক্ষমতা কেড়ে নিল পাকিস্থানের শিখ গুরুদুয়ার প্রবন্ধ কমিটির কাছ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!