বিজেপির রথযাত্রা ফ্লপ যেত, তৃণমূল পাবলিসিটি দিয়ে বিজেপির ভোটব্যাঙ্ক শক্ত করছে, দাবি কংগ্রেস সাংসদ-এর জাতীয় রাজ্য December 13, 2018 রথযাত্রা নিয়ে যখন তৃণমূল এবং বিজিপির দ্বৈরথ তুঙ্গে ঠিক তখনই অন্য রহস্য দেখছেন কংগ্রেস সাংসদ কথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর পুত্র গৌরভ গগৈ। তাঁর দাবি বাংলায় বিজেপির রথযাত্রা ফ্লপ হতো কিন্তু যাত্রা শুরুর আগেই তৃণমূল পাবলিসিটি দিতে শুরু করেছে বিজেপিকে। শুধু বিজেপির রথযাত্রা নয় আসামে এনআরসি ইসু নিয়েও তৃণমূল পাবলিসিটির রাজনীতি করেছে বলে দাবি সর্বভারতীয় কংগ্রেসের এই দাপুটে নেতার। ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে পাশাপাশি ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির ডাকা মহাজোটে কংগ্রেস সাড়া দেবে কি না সে বিষয় অসমীয় সংসদের দাবি, প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস আলাদা আলাদা কৌশল নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আলাদা কৌশলেরই কথা ভাবছে কংগ্রেস। তবে কি মমতা ব্যানার্জীর ডাকা মহাজোট থেকে প্রদেশ কংগ্রেস সরে দাঁড়াবে এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে॥ আপনার মতামত জানান -