বড় ধাক্কা খেলেন মুকুল রায়, এখনো অধরা কেন্দ্রীয় মন্ত্রীত্ব! খালি হাতে আজই ফিরছেন বঙ্গে? কলকাতা জাতীয় রাজ্য June 13, 2020 তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই মুকুল রায়কে নিয়ে জল্পনার শেষ নেই। বারেবারেই শোনা যায় বড়সড় কোনো পদ বা মন্ত্রীত্ব পেতে চলেছেন তিনি – কিন্তু শেষ পর্যন্ত আর তা বাস্তবের রূপ পায় না। হতাশ হতে হয় তাঁর সমর্থক-অনুগামীদের। জল্পনা ছিল রাজ্য কমিটি রদবদলের সময়েও – এবার বোধহয় কপাল খুলতে চলেছে মুকুল রায়ের। মুকুল রায়ের অনুগামীদের রাজ্য কমিটিতে বড় পোস্ট দিয়ে তাঁকে হয়ত জাতীয় পর্যায়ের কোনো পদ দেওয়া হবে। কিন্তু, তাও যখন হল না – তখনই হঠাৎ করে সামনে এসেছিল বড়সড় খবর। এবার একেবারে কেন্দ্রীয় মন্ত্রীত্বের বড়সড় পুরস্কার জুটতে চলেছে মুকুল রায়ের বলে জানা গিয়েছিল। ইতিমধ্যেই তাঁকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দুজনেই তাঁকে দিল্লিতে গিয়ে দেখা করতে বলেছেন এবং আমাদের সূত্রের খবর, সেই দেখা করার কারণ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় নিয়ে আসা। সেই মত মুকুলবাবু গত ৮ তারিখ অমিত শাহের ভার্চুয়াল সভা শেষ হতেই বিকেলে দিল্লি উড়ে যান। সূত্রের খবর, সেখানে তাঁর সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। এই সব বৈঠকে বাংলায় আগামীদিনে কোন পথে বিজেপির বৃদ্ধি বা আগামী বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি – এইসব নিয়ে বিশদে আলোচনা হয়েছে। সেই সঙ্গে তাঁর মন্ত্রিত্ব নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু, এইসবের মাঝেই সামনে এল তাঁর কেন্দ্রীয় মন্ত্রিত্ব নিয়ে নতুন জট। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দ্বিতীয় মোদী মন্ত্রীসভার ১ বছর পূর্ণ হওয়ার পর, এই প্রথম বড়সড় রদবদল ও সম্প্রসারণ হতে চলেছে। সুতরাং, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন – যাঁদের নতুন দায়িত্বে নিয়ে আসা হবে বা যাঁদের দায়িত্ব পরিবর্তন করা হবে – সব সিদ্ধান্তই একেবারে নিতে। সামনেই, বিহারের বিধানসভা নির্বাচন আর তারপরেই – বাংলা, আসাম ও তামিলনাড়ুর ভোট। সুতরাং, বারবার পরিবর্তনের বিপক্ষে তিনি। আর তাই একেবারে সর্বভারতীয় ক্ষেত্রে মন্ত্রীসভার রদবদল হবে বলে জানা যাচ্ছে। এদিকে, গেরুয়া শিবিরের অন্দরে তীব্র জল্পনা – মোদী মন্ত্রীসভায় ঠাঁই পাওয়ার কথা সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। কিন্তু, বর্তমানে তিনি ও তাঁর মা করোনা আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। ফলে, আপাতত জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বাদ দিয়ে বাকি রদবদল হবে নাকি, তিনি সুস্থ হয়ে ওঠার পরে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে – তা চূড়ান্ত হয় নি। ফলে, মুকুল রায়ের মন্ত্রীত্ব নিয়ে সিদ্ধান্তও আপাতত আটকে আছে। বিজেপির একটি সূত্র বলছে, আপাতত দিল্লি থেকে কলকাতায় ফিরে আসছেন মুকুলবাবু। এখনই যদি মন্ত্রীত্ব বা শপথ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত হয়ে যেত, তাহলে নিশ্চয় এখনই কলকাতায় ফিরতেন না মুকুলবাবু। বিশেষ করে করোনা আবহে তিনি সেইভাবে বাড়ির বাইরেই বেরোননি। এমনকি, এইসবের কারণে তাঁর দিল্লি যাত্রাও পিছিয়ে যায়। আর তাই জল্পনা বাড়ছে – এখনই কি কপাল খুলছে না বঙ্গ রাজনীতির চাণক্যের? শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত মিলছে না মন্ত্রিত্ব, কবে মিলবে সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। আর সেই কারণেই আজি খালি হাতে বঙ্গে ফিরছেন ব্যাঙের রাজনীতির চাণক্য। আপনার মতামত জানান -