এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির সংগঠনে বড় বদল, ২৪ টি রাজ্যের তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের!

বিজেপির সংগঠনে বড় বদল, ২৪ টি রাজ্যের তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপি এবার কেন্দ্রের ক্ষমতায় এলেও, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যার ফলে শরিকদের ওপর ভর করেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। যে আশা গেরুয়া শিবির করেছিল, সেই সংখ্যায় তারা পৌঁছুতে না পারলেও, এবার সংগঠনকে চাঙ্গা করতে বিজেপির পক্ষ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার কারণে জেপি নাড্ডা আর কিছুদিন পরে এমনিতেই সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরে যাবেন। তবে তার আগে ২৪ টি রাজ্যের সংগঠন নিয়ে বড় সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।

সূত্রের খবর, এদিন সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়। যেখানে ২৪ টি রাজ্যের পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষকদের নামের তালিকা প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার নির্দেশেই গেরুয়া শিবির এই তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ লোকসভার ফলাফলের পর থেমে না থেকে আরও বেশি করে বিভিন্ন রাজ্যের সংগঠন চাঙ্গার করার জন্য সেখানকার পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক নিয়ে বিজেপির এই সিদ্ধান্ত। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!