এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পূর্ব মেদিনীপুরে বিজেপির ‘অত্যাচারের’ গণতান্ত্রিকভাবে ‘বদলা’ নিতে চান শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুরে বিজেপির ‘অত্যাচারের’ গণতান্ত্রিকভাবে ‘বদলা’ নিতে চান শুভেন্দু অধিকারী

“আমরা গণতান্ত্রিকভাবে এর বদলা নেব।”তৃণমূলের উপর বিজেপির অত্যাচারের বদলা এইভাবেই নেবেন বলে জানালেন তিনি। প্রসঙ্গত,গত ৪ঠা এপ্রিল বৃহস্পতিবার মনোনয়নের নাম করে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক রেয়াপাড়ার একটি হোটেলে ঢুকে চারজন তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। এই চার তৃণমূল কর্মীই গুরুতর জখম হন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাদের মধ্যে একজন বর্তমানে তমলুক জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।বাকি তিনজনও হাসপাতালে চিকিৎসাধীন।রবিবার বিকেলে নন্দীগ্রাম -২ ব্লকের রেয়াপাড়ায় বিজেপি কর্মীদের তান্ডবের প্রতিবাদে মিছিল করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রতিবাদ মিছিলের মাধ্যমে তিনি এলাকায় সন্ত্রাসের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানালেন। এদিন শুভেন্দু বাবুর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই মিছিল প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। মিছিলে পাঁচ হাজার দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলের শেষে শুভেন্দু বাবু সংবাদমাধ্যমকে বললেন, “২০০৭ থেকে ২০১১ পর্যন্ত যারা নন্দীগ্রামে ধর্ষণ, লুট, খুন, অত্যাচার করেছিল সিপিএময়ের হার্মাদরা। বিজেপির নাম ধরে আবার এরা অত্যাচার শুরু করেছে। এই অত্যাচার আমরা আর সহ্য করব না।আগামী ১ মে এখানে মোট ১০৪টি আসনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে সবুজ আবীর ওড়াবেন সাধারণ মানুষ। যারা মারধর করেছিল এমন ৩০ জনের নামে এফআইআর করা হয়েছে। ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বাকিদেরও খুঁজে গ্রেফতার করতে হবে পুলিশকে। আমরা গণতান্ত্রিকভাবে এর বদলা নেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!