বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট বিধায়কের আসনে এবার তৃণমূল প্রার্থী প্রাক্তন সাংসদ? বাড়ছে জল্পনা উত্তরবঙ্গ তৃণমূল রাজনীতি রাজ্য January 20, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। আর তিনি বিজেপিতে যোগদান করার পরেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে এই আসনে তৃণমূলের প্রার্থী কে হবে! অনেকে বলছেন, তৃণমূল কংগ্রেস এই আসনে কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারে। এক্ষেত্রে মিহির গোস্বামীর মত নেতাকে কুপোকাত করতে এখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হতে পারে বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে। তাই এই পরিস্থিতিতে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক বিজেপিতে চলে যাওয়ার পর এখানে প্রার্থী নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই কেন্দ্রে মিহির গোস্বামীকে কুপোকাত করতে দফায় দফায় জণসংযোগ কর্মসূচি থেকে শুরু করে পথসভা করতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। অনেকে বলছেন, এটা নিশ্চিত, এখানে মিহির গোস্বামীকে জব্দ করতে তৃণমূলের তরফে প্রার্থী করা হতে পারে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে। তাহলে কি তৃণমূলের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কার্যত চূড়ান্ত? জেলা সভাপতিকে দিয়েই সদ্য বিজেপিতে যাওয়া বিধায়ককে চ্যালেঞ্জ জানাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়! এখন তা নিয়ে নানা মহলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, গতিপ্রকৃতি দেখে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, পার্থপ্রতিম রায় এই কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী। কেননা বর্তমানে জেলা সভাপতি থাকলেও এই পার্থপ্রতিম রায়কে এই বিধানসভা কেন্দ্রের সমস্ত কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। যার ফলে সেই জল্পনা আরও বৃদ্ধি পাচ্ছে। তবে তাকে নিয়ে জল্পনা তৈরি হলেও, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন তিনি বলেন, “দল আমাকে যেখানে দাঁড় করাবে আমি সেখানেই দাঁড়াব। তবে কোচবিহার উত্তর বা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমাদের কোনো বিধায়ক নেই। তাই জেলা সভাপতি হিসেবে আমি দুই জায়গাতেই বিশেষ গুরুত্ব দিচ্ছি। দল আমাকে নির্দেশ দিয়েছে। আমি সেভাবেই কাজ করছি।” তবে মুখে পার্থপ্রতিম রায় যে কথাই বলুন না কেন, তার কর্মসূচির মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে যে, মিহির গোস্বামীকে জব্দ করতে এই কেন্দ্রে তৃণমূলের প্রধান মুখ হতে চলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তাই মুখ খুলতে নারাজ কোনো পক্ষ। কিন্তু পরিস্থিতি বা গতি প্রকৃতি দেখে পার্থপ্রতিম রায়ের জন্যই এই কেন্দ্র ঠিক করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করছেন একাংশ। তবে শেষ পর্যন্ত কি হয়, মিহির গোস্বামীকে জব্দ করতে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে এই কেন্দ্রে প্রার্থী করে কিনা তৃণমূল কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -