এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি সম্মুখ সমরে অবতীর্ন হতে চলেছেন বিজেপির শোভন বনাম তৃণমূলের রত্না? শুরু চূড়ান্ত জল্পনা

এবার কি সম্মুখ সমরে অবতীর্ন হতে চলেছেন বিজেপির শোভন বনাম তৃণমূলের রত্না? শুরু চূড়ান্ত জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট লোকসভা নির্বাচনের আগেই দল ছাড়েন প্রাক্তন তৃণমূল হেভিওয়েট নেতা শোভন চট্টোপাধ্যায়। একইসাথে দল ছাড়েন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও তারপর থেকে শোভন, বৈশাখী বহুবার আবার শাসক দলে উঁকি মারলেও তাঁদেরকে আর তৃণমূলে ফিরে আসতে দেখা যায়নি। যদিও শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরা নিয়ে এখনো প্রবল জল্পনা বাংলার রাজনৈতিক মহলে। তবে এবার নতুন জল্পনা শোনা যাচ্ছে বিধানসভার নির্বাচনে বেহালা আসনটি নিয়ে।

রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, যদি বেহালা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শোভন চট্টোপাধ্যায় হন এবং তৃণমূলের পক্ষ থেকে যদি রত্না চট্টোপাধ্যায় দাঁড়ান ওই জায়গায়, তাহলে কিরম হবে! যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছুই শোনা যায়নি। কলকাতার পৌরসভার প্রাক্তন মেয়র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কোনোভাবেই তাঁকে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি গেরুয়া শিবিরে। বরাবরই শোভন অভিযোগ জানিয়ে এসেছেন, তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে গেরুয়া শিবিরে যোগ্য সম্মান দেওয়া হয়নি।

এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দলের বিজয়ী সম্মেলনেও যোগ দেননি শোভন-বৈশাখী। চলতি মাসে শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করে তুলতে স্বয়ং অমিত শাহ আসরে নেমেছিলেন। কিন্তু তাতেও খুব একটা কাজ হয়েছে বলে মনে হচ্ছেনা। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হিসেবে দাঁড়াবেন কিনা তা নিয়ে রত্না চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল যদি তাঁকে নির্দেশ দেন তাহলে তিনি অবশ্যই মাঠে ময়দানে নেমেও রাজনীতি করতে প্রস্তুত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরবেন কিনা সে প্রসঙ্গে এদিন রত্না চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেদিন থেকে শোভন চট্টোপাধ্যায় বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন সেদিন থেকেই তৃণমূলের ফেরার আর কোন জল্পনার অস্তিত্ব নেই। প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায়ের বিরোধিতা কিন্তু তৃণমূলের থেকেও অনেক বেশি ছিল তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর এবার রত্না চট্টোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন, পারিবারিক লড়াই থেকে শুরু করে রাজনৈতিক লড়াই সব জায়গাতেই তিনি শোভন চট্টোপাধ্যায় বিরুদ্ধে লড়তে প্রস্তুত।

বস্তুত শোভন এবং রত্নার সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। শোভন চট্টোপাধ্যায় দল থেকে সরে যাবার পর তাঁর জায়গায় দায়িত্ব পান তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আর তাই এবার মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনে যদি প্রাক্তন মেয়র সক্রিয় হন গেরুয়া শিবিরে, যথারীতি তাঁর বিরুদ্ধে টক্কর দিতে কিন্তু প্রস্তুত তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। যদিও আদৌ কি ঘটবে তা অবশ্য এখনও ঠিক নেই। তার জন্য নজর রাখতে হবে আগামী দিনে বাংলার রাজনৈতিক ঘটনাপ্রবাহে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!