এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বিজেপিতে যোগ দিতেই মিঠুনকে নিয়ে বিস্ফোরক হেভিওয়েট সিপিএম নেতা, জেনে নিন

বিজেপিতে যোগ দিতেই মিঠুনকে নিয়ে বিস্ফোরক হেভিওয়েট সিপিএম নেতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে বামেদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বৃত্তে আসতে দেখা যায় তাকে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সাংসদ পর্যন্ত হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু সেই মিঠুন চক্রবর্তী রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। আর তিনি বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই তাকে নিয়ে শোরগোল তৈরি হয়েছে।

বিজেপি বা মিঠুন চক্রবর্তীর অনুগামীরা এই ঘটনায় খুশি হলেও তাকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে করা হয়েছে আক্রমণ। আর এবার সেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে সারদা যোগ নিয়ে তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

সূত্রের খবর, এদিন মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই নানা মহলের তরফে প্রতিক্রিয়া আসতে শুরু করে। সিপিএমের পক্ষ থেকে মহম্মদ সেলিম কড়া ভাষায় গোটা ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “আজ যাদের মহাগুরু, মহান নেতা বলা হচ্ছে, তারাই তো সারদার সঙ্গে যুক্ত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিজেপি যতই মাতামাতি করুক না কেন, তাকে খাটো করেই দেখতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। মহম্মদ সেলিম নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, মিঠুন চক্রবর্তীকে নিয়ে যতই বিজেপি প্রচার করুক না কেন, তাতে লাভের লাভ কিছুই হবে না।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, মিঠুন চক্রবর্তী যেমন জনপ্রিয় অভিনেতা, ঠিক তেমনই তার চলার পথে যথেষ্ট কাটা রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকার সময় সারদা চিটফান্ডের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছিল। যার ফলে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন এই অভিনেতা। পরবর্তীতে তাকে সেভাবে আর রাজনীতির রণাঙ্গনে দেখতে পাওয়া যায়নি। দীর্ঘদিন আড়ালে ছিলেন তিনি।

কিন্তু রবিবার ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে গেরুয়া শিবিরের পতাকা তুলে নেন মহাগুরু। আর তার পরেই তার সঙ্গে সারদা যোগ রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করে মিঠুন চক্রবর্তী ও বিজেপিকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন হেভিওয়েট সিপিএম নেতা মহম্মদ সেলিম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!