এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে মেগা যোগদান, ভোট ঘোষণার দিনেই বড় চমক! আরও পাল্লা ভারী পদ্মের!

বিজেপিতে মেগা যোগদান, ভোট ঘোষণার দিনেই বড় চমক! আরও পাল্লা ভারী পদ্মের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবারের লোকসভা নির্বাচন যে মোদিজীর পক্ষে যাবে এবং বিজেপি যে প্রচুর আসন পেয়ে আবার তৃতীয়বার কেন্দ্রের ক্ষমতা দখল করবে, সেই সম্পর্কে সন্দেহ নেই কারও মধ্যেই। বিরোধীরা হয়ত কথা বলার জন্য বলছে, রাজনৈতিক বিরোধিতা করছে। কিন্তু দিনের শেষে তারাও জানে যে, তাদের কি শোচনীয় পরাজয় হতে চলেছে এবারের নির্বাচনে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করার হিড়িক পড়ে গিয়েছে। পাশাপাশি সেলেব মহল থেকে শুরু করে সমাজের বিশিষ্ট স্তরের মানুষেরাও বিজেপিতে যোগদান করছেন। আর এই ইঙ্গিতই স্পষ্ট করে দিচ্ছে যে, আগামী দিন কি হতে চলেছে! আগামী দিন কতটা গেরুয়া ঝড় উড়তে চলেছে ভারতবর্ষের মাটিতে। তবে এসবের মধ্যেই গতকাল লোকসভা নির্বাচন ঘোষণার আগে মেগা যোগদান হলো ভারতীয় জনতা পার্টিতে। যেখানে বিজেপির দিল্লিতে এমন একজন ব্যক্তিত্ব গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিলেন, যার ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রচুর। যার গুণমুগ্ধ মানুষ গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছেন। কিন্তু কে সেই ব্যক্তি?

প্রসঙ্গত, গতকাল বিজেপির দিল্লির দপ্তরে গেরুয়া শিবিরে নাম লেখান বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়া হয়। আর এই মেগা যোগদান দেখে বিজেপি কর্মীরা যথেষ্ট উজ্জীবিত। লোকসভা নির্বাচনের আগে অনুরাধা পাড়োয়ালের মত এত বড় মাপের ব্যক্তিত্ব বিজেপিতে যোগদান করায় নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। অনেকের মধ্যেই প্রশ্ন, তাহলে কি অনুরাধাদেবী এবার ভারতীয় জনতা পার্টির প্রতীকে কোনো লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন? বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেক প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি রয়েছে গেরুয়া শিবিরের। তাই সেই সমস্ত তালিকাতে অনুরাধা পাড়োয়ালের নাম রেখে ভারতীয় জনতা পার্টি একটা বড় চমক দেবে কিনা, তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তবে অনুরাধা পাড়োয়াল ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে জানিয়ে দিয়েছেন, তিনি একদম সঠিক জায়গায় এসেছেন। বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে তিনি যে অত্যন্ত খুশি, সেটা প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করেননি এই জনপ্রিয় সংগীত শিল্পী।

পর্যবেক্ষকদের মতে, বিজেপির কাছে দেশ আগে, দেশের মানুষ আগে। কিন্তু অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে নিজের পরিবারের স্বার্থসিদ্ধি করার কাজটাই আগে। আর সেটা গোটা দেশের জনসাধারণ খুব ভালো করেই বুঝতে পেরেছেন। সেই কারণেই লোকসভা ভোটের মুখে দেশের স্বার্থে যিনি কাজ করছেন, যিনি সমাজকে রক্ষা করার কাজ করছেন, সেই নরেন্দ্র মোদীর পথেই হাঁটতে চাইছেন বিশিষ্ট মানুষজন। তাই এদিন অনুরাধা পাড়োয়ালের মতো ব্যক্তিত্বও ভারতীয় জনতা পার্টিতে নাম লেখালেন। আর এতেই প্রচন্ড খুশি গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। লোকসভা নির্বাচনের আগে তাদের দলে এত বড় মাপের ব্যক্তিত্ব যোগদান করায় তারা অত্যন্ত উৎসাহী। তবে অনেকে আবার বলছেন, এ তো সবে শুরু হয়েছে। আগামী দিনে নরেন্দ্র মোদীর যে আদর্শ, দেশের স্বার্থে যেভাবে কাজ করছে বিজেপি, তাতে সকলেই পদ্ম শিবিরে নাম লেখাবেন। তবে অনুরাধা পাড়োয়াল বিজেপিতে যুক্ত হলেও তাকে কোনো লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!