এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি থেকে তৃণমূলে এসে পুরষ্কার পুরসভার প্রার্থী তালিকায় জায়গা, কে পেলেন এই সুবর্ণ সুযোগ?

বিজেপি থেকে তৃণমূলে এসে পুরষ্কার পুরসভার প্রার্থী তালিকায় জায়গা, কে পেলেন এই সুবর্ণ সুযোগ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরসভার নির্বাচন তো মিটে গিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে গিয়েছে। কিন্তু এবার বাকি থাকা রাজ্যের অন্যান্য পুরনিগমের ভোট হবার পালা। আর সেই সূত্রেই রাজ্য নির্বাচন কমিশন আগামী 22 শে জানুয়ারি চারটি পুরনিগমের নির্বাচন ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর। গত বৃহস্পতিবার কালীঘাটে জরুরি বৈঠকের পর চারটি পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। প্রথম থেকেই আলোচনা চলছিল এবারের পুর নির্বাচনে কারা টিকিট পান তাই নিয়ে। আর তার মধ্যে অবশ্যই নজর ছিল সব্যসাচী দত্তের ওপর। বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র হলেন সব্যসাচী দত্ত।

গত লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগদান করেন। এমনকি বিজেপির হয়ে একুশের নির্বাচনে লড়াইতেও নামেন। যদিও তিনি জেতেননি। কিন্তু নির্বাচন মিটতে না মিটতেই তিনি যথারীতি অন্যান্য অনেকের মতন বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরত এসেছেন। কিন্তু এবার তাঁকে পুরনির্বাচনের টিকিট দেওয়া হবে কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু দলীয় বৈঠকের সিদ্ধান্তে আরও একবার বিধাননগর পুরসভার প্রার্থী হিসেবে ময়দানে নামলেন দলবদলু সব্যসাচী দত্ত। অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলের ফিরে আসার পর সব্যসাচী দত্তর ওপর কতটা দল ভরসা রাখবে, তা নিয়েও প্রশ্ন ছিল। কিন্তু সমস্ত জল্পনা দূরে সরে গিয়ে তৃণমূলের প্রার্থী হলেন সব্যসাচী দত্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনে প্রার্থী হওয়ার পর অবশ্য জানিয়েছেন তিনি দিকভ্রান্ত হয়ে অন্য দলে গিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির সহযোগিতায় দলে এসেছেন তিনি। এবার তাঁদের নির্দেশ অনুযায়ী কাজ করবেন তিনি বলে জানিয়েছেন। সেক্ষেত্রে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন বিধাননগর পুরসভার ফলাফল 41- 0 হবে। সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। আর এ প্রসঙ্গে সব্যসাচী দত্ত জানিয়েছেন, তাঁকে মমতা ব্যানার্জি যে দায়িত্ব দিয়েছেন, যেভাবে কাজ করার সুযোগ দিয়েছেন, তার সম্মান রাখার তিনি প্রবল চেষ্টা করবেন।

কার্যত তিনি বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে ওঠার পর সব্যসাচী দত্ত জানান, সবাই মমতা ব্যানার্জির প্রার্থী এবং মমতা ব্যানার্জিকে দেখেই লোকে ভোট দেয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি গো হারান হেরেছেন বিরোধী দলের হয়ে, তাঁকে ফিরিয়ে নিয়ে পুরনির্বাচনে টিকিট দিয়ে তৃণমূল কি বিধাননগরের মানুষের কাছাকাছি পৌঁছতে পারবে? আপাতত সেই উত্তর সময় দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!