এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি থেকে তৃণমূলে আসা হেভিওয়েট নেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য রাজ্যে!

বিজেপি থেকে তৃণমূলে আসা হেভিওয়েট নেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়, রাজ্যে আইনের শাসন রয়েছে। কিন্তু মাঝেমধ্যেই বিভিন্ন বিচ্ছিন্ন হিংসার ঘটনা ঘটেই চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। 2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই হিংসার ঘটনা নিয়ে বারবার শাসকদলের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। আর এই পরিস্থিতিতে এবার পুরুলিয়াতে গুলিবিদ্ধ হলেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কাউন্সিলার প্রদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা পুরুলিয়া শহরে। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনো কারণ রয়েছে, এখন সেই রহস্য উন্মোচন করতেই ব্যস্ত প্রশাসন।

সূত্রের খবর, পুরুলিয়া শহরের 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রদীপ বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যেবেলা বাসস্ট্যান্ড থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় চিত্তরঞ্জন হাইস্কুলের সামনে বেশ কিছু দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে পায়ে গুলি লাগার সাথে সাথেই মাটিতে বসে পড়েন প্রদীপবাবু‌। পরবর্তীতে তার গুলি উদ্ধার করা হয়। বর্তমানে তিনি স্থানীয় মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই এবার গুলিবিদ্ধ হলেন তিনি, তাতে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। তাহলে কি এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? একাংশ বলছেন, একসময় কংগ্রেসের কাউন্সিলর ছিলেন এই প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তবে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। এদিকে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করতেই বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রদীপবাবু।

আর সম্প্রতি তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশকে বলা হয়েছে, দ্রুত যেন প্রদক্ষেপ গ্রহণ করা হয়।” স্বাভাবিকভাবেই দল বদল করা হেভিওয়েট তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এখন কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে শাসক শিবিরকে। সব মিলিয়ে পুলিশি তদন্তে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!