এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোন পথে তৃণমূল বধ? কি হবে একুশের মহাযুদ্ধের গোপন নকশা? আজই সরকারিভাবে বসতে চলেছে বিজেপি

কোন পথে তৃণমূল বধ? কি হবে একুশের মহাযুদ্ধের গোপন নকশা? আজই সরকারিভাবে বসতে চলেছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টহাতে আর সময় নেই। এবার তাই আর মুখে কথা বললে হবে না। কাজ শুরু করে দিতে হবে। রাজ্যের পক্ষ থেকে 2021 কে টার্গেট করা হলেও, কেন্দ্রীয় নেতৃত্ব সেভাবে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলে রাজ্যের অনেকের অভিযোগ ছিল।

কিন্তু কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে এতদিন রণকৌশল তৈরি করা হচ্ছিল। অবশেষে 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলা নেতৃত্বদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, এদিন রাজ্য বিজেপির সংগঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি।

তবে এই বৈঠকে প্রধান আলোচনার বিষয় যে থাকবে, আগামী দিনে কি করে সংগঠনকে বৃদ্ধি করে ক্ষমতায় আসা যায়, সেই বিষয়টি একপ্রকার নিশ্চিত। অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত গ্রহণযোগ্য মুখের সঙ্গে লড়াই করতে হলে বিজেপির পক্ষ থেকে বিকল্প মুখ সামলে রাখতে হবে। কিন্তু এখনও পর্যন্ত বিজেপির তেমন কোনো বার্তা পাওয়া যায়নি। সেদিক থেকে বেশ কিছু নাম নিয়ে জল্পনা চললেও, বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নির্বাচনের সাফল্য পাওয়ার পর তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

কিন্তু গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে যেভাবে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে বিজেপিকে সাফল্য পাইয়ে দিয়েছেন, তাতে এবারের বিধানসভা নির্বাচনে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলে মনে করছে একাংশ। পাশাপাশি মুকুল রায় যেভাবে ভোটের রাজনীতি বোঝেন, তাতে বিজেপিতে খুব কম লোক আছেন ভোটের অংকে গেরুয়া শিবিরকে সাফল্য পাইয়ে দিতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে মুকুল রায়ের গ্রহণযোগ্যতা অনেকটাই হয়ে যাওয়ায় তাকে বিজেপি 2021 সালে বিধানসভা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে বলে এদিনের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকায় তার ওপর এদিনের বৈঠক থেকে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশ দেওয়া হতে পারে। কেননা দিলীপবাবু রাজ্য সভাপতির দায়িত্ব সামলালেও বিভিন্ন জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল তীব্র হচ্ছে। ফলে 2021 এ যদি পরিবর্তন আনতে হয়, তাহলে বিজেপিকে আগে নিজের ঘর সামলাতে হবে।

তাই কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে দিলীপ ঘোষকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিতে পারে। একাংশ বলছেন, বিজেপি 2021 সালে রাজ্যে পরিবর্তন আনার কথা বললেও, এখনও পর্যন্ত তারা বুথস্তরের সংগঠন তৈরি করতে পারেনি। সেদিক থেকে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে। তাই সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারেও কেন্দ্রীয় সভাপতি গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এছাড়াও তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলবে যে সমস্ত ইস্যু, সেই সমস্ত ইস্যুতেও আন্দোলন চালানোর বার্তা দেওয়া হতে পারে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 2021 যদি বিজেপির কাছে ক্ষমতা দখলের লড়াই হয়, তাহলে তৃণমূলের কাছেও তা প্রেস্টিজ ফাইট। কেননা 10 বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে শাসকদল। সেদিক থেকে বিজেপি তাদের প্রভাব বৃদ্ধি করলে তৃণমূল যে ছেড়ে কথা বলবে না, তা কার্যত পরিষ্কার সকলের কাছেই। তাই তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, যেনতেন প্রকারেণ বিজেপির প্রভাবকে ফিকে করে নিজেদের প্রভাব বাড়াতে।

তাই এই সমস্ত বিষয়ের ওপর গুরুত্ব রেখে তৃণমূলকে কুপোকাত করতে প্রথম 2021 এর বিধানসভা নির্বাচনকে টার্গেট রেখে রাজ্য বিজেপির সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত এই বৈঠক থেকে সাংগঠনিক বিষয়ে জেপি নাড্ডা রাজ্য নেতৃত্বকে কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ দেন কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!