এখন পড়ছেন
হোম > জাতীয় > গণতান্ত্রিক লড়াই না করে দেশজুড়ে ধর্মের নামে অধর্ম হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

গণতান্ত্রিক লড়াই না করে দেশজুড়ে ধর্মের নামে অধর্ম হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

দেশজুড়ে ঘটে চলা একের পর এক গণপিটুনি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনাগুলির দায় চাপিয়েছেন বিজেপি নেতৃত্বের ঘাড়ে। তাঁর কথায়, ‘ক্ষমতায় এসেই দেশজুড়ে সাম্প্রদায়িকতার বীজ বুনছে বিজেপি।’

২১ জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে গণপিটুনি ইস্যুতে বিজেপির এই সাম্প্রদায়িক মনোভাবকেই দায়ী করেছিলেন তিনি। তার দুদিন আগে রাজস্থানের আলওয়ারে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় আবারও গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার নবান্ন থেকে তিনি বলেন, ”আমাদের ধর্ম আমরা সবাইকে নিয়ে চলি। আমাদের গণতন্ত্রের একটি কাঠামো আছে। গণতান্ত্রিক লড়াই না করে, ওরা ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে। দেশজুড়ে ধর্মের নামে অধর্ম হচ্ছে। বদনাম করা হচ্ছে ধর্মের।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেক্ষ্য, শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ারে গরু নিয়ে যাওয়ার সময় আকবর খান এক ব্যক্তিকে পাচারকারী সন্দেহে প্রবল মারধর করে পাশের গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় পুলিশের। হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব হওয়ায় মৃত্যু হয় আকবরের। এই ঘটনায় এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার পাশাপাশি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!