এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলায় ‘হাওয়া’ কি ঘুড়ছে? হেভিওয়েট মন্ত্রীকে তাঁরই খাসতালুকে কালোপতাকা দেখিয়ে তাড়া করল জনতা!

বাংলায় ‘হাওয়া’ কি ঘুড়ছে? হেভিওয়েট মন্ত্রীকে তাঁরই খাসতালুকে কালোপতাকা দেখিয়ে তাড়া করল জনতা!


বাংলায় বোধহয় রাজনৈতিক হাওয়া প্রবলভাবে ঘুড়তে শুরু করল লোকসভা নির্বাচনের পরে। লোকসভা নির্বাচনের প্রচারে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ভোট মিটলেই তিনি ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবেন। কিন্তু বাংলার জনতা তাঁকে সেই সুযোগ আর দেন নি। মুখ থুবড়ে পড়েছে তাঁর ৪২ এ ৪২ করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। আর তাই বোধহয়, এবার পাল্টা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে শুরু করেছে গেরুয়া শিবিরের নেতা কর্মীরা।

শাসকদলের ‘উন্নয়ন বাহিনী’ জোর করে, ভয় দেখিয়ে, মঞ্চ ভেঙে রাজনৈতিক কর্মসূচি ভেস্তে দিচ্ছে – ভোটের আগে বিরোধী দলগুলির এই ছিল চেনা অভিযোগ। কিন্তু, জনাদেশে বলীয়ান হয়ে এবার আর থমকে থাকবে না গেরুয়া বাহিনী – তা এবার প্রতি পদেই স্পষ্ট করে দিচ্ছেন তাঁদের দলের নেতা কর্মীরা। এর আগেই উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় গেরুয়া সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন শাসকদলের দুই হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর গতকাল একেবারে নিজের খাসতালুক মারুগঞ্জ এলাকায় বিজেপি কর্মীদের কাছে কালোপতাকা দেখে কার্যত পালিয়ে বাঁচতে হল মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। বিজেপি সূত্রের খবর, গতকাল মারুগঞ্জে একটি রাজনৈতিক সভার প্রস্তুতি নিচ্ছিল দল, সেসময় হঠাৎ সেখানে পৌঁছে দলীয় কর্মীদের উপর লাঠিচার্জের নির্দেশ দেন রবীন্দ্রনাথবাবু। স্থানীয় অধিবাসীদের বক্তব্য, বিজেপি কর্মীরা মন্ত্রীকে কালোপতাকা দেখাতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। তাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আরও বেড়ে যায়। পুলিশকে ঘিরে পালটা বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও।

এদিকে, রবীন্দ্রনাথবাবু পুরো ঘটনার দায় চাপিয়েছেন বিজেপির উপরেই। তাঁর বক্তব্য, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা করতে এসেছিল, পরে পুলিশের উপর হামলা করে তারা। পরিকল্পিত ভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে ওরা। এক দলের লোক অন্য দলের দফতরে গিয়ে হামলা চালাচ্ছে এই ঘটনা আগে ঘটেনি – আমরা মানুষকে বলছি, শান্ত থাকুন। কিন্তু স্থানীয় অধিবাসীদের বক্তব্য, লাঠিচার্জের মুখেও বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখে কার্যত এলাকা ছেড়ে কৃষ্ণপুর পঞ্চায়েত অফিসে পালিয়ে যান মন্ত্রী।

কিন্তু সেখানেও স্থানীয় মানুষ তাঁকে ঘিরে ধরে কালোপতাকা দেখাতে থাকেন। অন্যদিকে বিক্ষোভকারীরা ততক্ষনে জাতীয় সড়ক অবরোধ করে দেন, দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশের বিশাল বাহিনী এসে সেই অবরোধ তোলে। সবমিলিয়ে, স্টেবিয় মহলের বক্তব্য লোকসভা নির্বাচনের আগেও রবীন্দ্রনাথবাবুর দাপটে বাঘে-গরুতে একঘাটে জল খেত কুচবিহার জেলা জুড়ে। কিন্তু, তাঁকেই তাঁর খাসতালুকে কালোপতাকা দেখিয়ে তাড়া করছে জনতা আর তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছেন পঞ্চায়েত অফিসে – এই দৃশ্য কার্যত অভাবনীয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!