এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা কি! রহস্য ফাঁস করলেন সুকান্ত!

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা কি! রহস্য ফাঁস করলেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ বিরোধীদের। শুধু তাই নয়, দিকে দিকে বিরোধীরা মিটিং, মিছিল করতে গেলেই তাদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। তবে বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করছে গেরুয়া শিবির। এক্ষেত্রে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেভাবে বাধা দেওয়া হচ্ছে না বলেও দাবি বিজেপি নেতাদের। আর এই পরিস্থিতিতে এবার আগামী 13 তারিখে বিজেপির নবান্ন অভিযানের দিন পুলিশের ভূমিকা কি হবে, তা নিয়ে বড় রহস্য ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন বামেদের মিটিং, মিছিলে সেভাবে পুলিশ সক্রিয় নয়। প্রয়োজনে পুলিশ বসে বসে মার খাবে। কিন্তু দেখবেন 13 তারিখে আমাদের নবান্ন অভিযানে পুলিশ লাঠি, বন্দুক নিয়ে রেডি থাকবে। প্রয়োজনে কামানও দেগে বসতে পারে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি নবান্ন অভিযান নিয়ে পুলিশ যে অতি সক্রিয় ভূমিকা পালন করবে, তা আগেভাগেই বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!