এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ শেষ আনলক-১ পর্ব, জাতির উদ্দেশ্যে আবারও ভাষণ মোদীর, নতুন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে জল্পনা

আজ শেষ আনলক-১ পর্ব, জাতির উদ্দেশ্যে আবারও ভাষণ মোদীর, নতুন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পঞ্চম ধাপের লকডাউনের পর ধীরে ধীরে সেই লকডাউন প্রক্রিয়াকে শিথিল করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বেশ কিছু ক্ষেত্র খুলে দিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে লকডাউন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বেশ কিছু নির্দেশ জারি করতেও দেখা গেছে। কিন্তু আনলক ১ শেষ হয়ে যাচ্ছে। তাই মঙ্গলবার এই আনলক ১ শেষ হওয়ার পর আনলক 2 চালু হবে কিনা, তা নিয়ে নানা মহলে জল্পনা ছড়িয়েছে। আর যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে কেন্দ্র আনলক পদ্ধতিই বজায় রাখবে, নাকি আরও কড়াভাবে করবে লকডাউন, তা নিয়ে জল্পনার শেষ নেই।

সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে দেশে আনলক 2 শুরু হচ্ছে। যা আগামী 31 জুলাই পর্যন্ত চলবে। অর্থাৎ 31 জুলাই পর্যন্ত কনটেন্টমেন্ট জোনগুলোতে যে লকডাউন বজায় থাকবে, তা কার্যত পরিষ্কার। তবে বেশ কিছু ক্ষেত্রে যে আরও শিথিলতা আসবে তাও জানিয়ে দিয়েছে কেন্দ্র। যেখানে এতদিন নাইট কার্ফুর সময়সীমা এক ঘন্টার বেশি থাকলেও, এবার আনলক টু পর্বে তা 1 ঘন্টা কমিয়ে দিচ্ছে সরকার। যেখানে জানানো হয়েছে, রাত 10 টা থেকে ভোর 5 টা পর্যন্ত এই নাইট কার্ফু চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এক দোকানে 5 জনের বেশি ব্যাক্তি প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে। তবে এতদিন সিনেমা হল, মেট্রো, সুইমিংপুল, থিয়েটার, স্কুল, কলেজ বন্ধ থাকলেও, এবারেও সেই নির্দেশিকা বজায় থাকছে। আর এমত পরিস্থিতিতে আজ বিকেল চারটায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অতীতের লকডাউনের আগে প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে এসে বক্তব্য রেখেছেন। বার্তা দিয়েছেন। ফলে লকডাউন পরিস্থিতি কিছুটা যখন শিথিল, যখন কেন্দ্রীয় সরকার আনলক 2 চালু করতে চলেছে, ঠিক তখনই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ নয়া জল্পনা তৈরি করছে।

কেননা লকডাউন পরিস্থিতি শিথিল করা হলেও, যত দিন যাচ্ছে, তত করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে। তাই এই ব্যাপারে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক করতে নতুন কোনো বার্তা দেন কিনা, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। সব মিলিয়ে আনলকের দ্বিতীয় দফা কিভাবে চলে, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন, এখন তার দিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!