এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > ”বিজেপির বিরোধিতায় মাননীয়ার এত ভয় কেন?।”বিস্ফোরক সুজন

”বিজেপির বিরোধিতায় মাননীয়ার এত ভয় কেন?।”বিস্ফোরক সুজন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে যখন চলছে তীব্র কৃষক আন্দোলন। সেই পরিস্থিতিতে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী দাবি জানিয়েছেন যে, কেন্দ্রের কৃষি আইনের বিকল্প আইন তৈরি করুক রাজ্য সরকার। এ বিষয়ে এগিয়ে আসুক বিধানসভা। এর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কৃষি আইনের তীব্র বিরোধিতা করেছেন বাম পরিষদীয দলনেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন তিনি। তিনি প্রশ্ন করেছেন যে, বিজেপির বিরোধিতা করতে এত ভয় পাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? টুইট করে এ বিষয়ে তাঁর বক্তব্য প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, দেশের কৃষক সমাজের একটা বড় অংশ প্রবল আপত্তি জানিয়েছেন কেন্দ্রের নয়াকৃষি আইনের বিরুদ্ধে। নয়া কৃষি আইন বাতিল করে দেওয়ার দাবি জানিয়ে দিল্লি ঘেরাও করেছেন লক্ষ লক্ষ কৃষক। যার ফলে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন বহু কৃষক। একাধিক কৃষক সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, এই আইন যদি বাতিল না হয়, তবে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনরত কৃষকদের সমর্থন করেছেন দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল, একাধিক সংগঠন ও একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব। টানা তিন সপ্তাহ ধরে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করছেন ক্ষুব্দ কৃষকরা। নয়া কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে তীব্র শীতের প্রকোপ উপেক্ষা করেই দিল্লিতে উপস্থিত হয়েছেন কৃষকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নয়া কৃষি আইন সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছিল ক্ষুব্ধ কৃষকদের। কিন্তু সেই প্রস্তাব নস্যাৎ করে দিয়েছে একাধিক কৃষক সংগঠন। এই আইন সম্পূর্ণভাবে বাতিল করার দাবি জানিয়েছেন তারা। দেশের অধিকাংশ কৃষক মনে করছেন যে, এই আইনের ফলে কৃষকদের সর্বনাশ হবে। তাই আন্দোলনের তীব্রতা আরও বেড়েছে এখন।

গতকাল সোমবার দিল্লিতে একদিনের প্রতীকী অনশন পালন করেছিলেন আন্দোলনরত কৃষকেরা। কৃষকদের সঙ্গে এই অনশনে যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রর নয়া কৃষি আইন বাতিলের দাবিতে তীব্রভাবে সরব। দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলতে তিনি দলের সাংসদের সেখানে পাঠিয়েছেন। আবার কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি প্রকাশ্য সভা থেকে।

কিন্তু কেন্দ্রর কৃষি আইনের বিকল্প কোন আইন তৈরিতে এখনো এগিয়ে আসেননি মুখ্যমন্ত্রী। যার সমালোচনা করলেন সুজন চক্রবর্তী। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী একটি টুইট করে মুখ্যমন্ত্রীর প্রতি লিখেছেন, ” বিজেপির বিরোধিতায় মাননীয়ার এত ভয় কেন? বিধানসভা ডেকে কেন্দ্রের বিকল্প কৃষি আইন তৈরি হোক। রাজ্যের ২০১৪, ২০১৭-র কৃষকবিরোধী আইন বাতিল হোক। দালালরাজ চলবে না।” কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনকে ‘সর্বনাশা’ বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি লিখেছেন যে, কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় পড়ে আছেন অন্নদাতারা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কোন পক্ষে আছেন? তা তিনি স্পষ্ট করে দিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!