এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপিতে গেলেই গ্রেপ্তার হতেন না পার্থ” বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী! জেনে নিন

“বিজেপিতে গেলেই গ্রেপ্তার হতেন না পার্থ” বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী! জেনে নিন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপিতে কেউ যুক্ত হলেই তার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সমস্ত কিছু খারিজ হয়ে যায়। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এক্ষেত্রে সবথেকে বেশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

আর এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আর তারপরেই রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।সূত্রের খবর, এদিন তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “এই একই কেসে বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে শুভেন্দু অধিকারীর কিছু হয়নি। তাকে ডাকা হয়নি। সুদীপ্ত সেন বারবার বলেছে, শুভেন্দু ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছে। তারপরেও তাকে ডাকা হয়নি। তাহলে কি বিজেপিতে গেলে সাধু আর তৃণমূলে থাকলে চোর! পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেপ্তার হতেন না।”

অর্থাৎ ফিরহাদ হাকিম এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিহিংসা পরায়ন আচরণ করছে। এক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ থাকলেও, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর সাধু হয়ে গিয়েছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র তৃণমূলে রয়েছেন বলে তাকে এইভাবে চক্রান্ত করে গ্রেপ্তার করা হয়েছে। স্বভাবতই ওই বর্তমান পরিস্থিতিতে হেভিওয়েট মন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!