এখন পড়ছেন
হোম > অন্যান্য > বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের শেষে কেমন জায়গায় ভারত? জানুন বিস্তারিত

বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের শেষে কেমন জায়গায় ভারত? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত টেস্ট ম্যাচে শোচনীয় পরিণতির পর বিরাট কোহলিবিহীন ভারতীয় দলের ঘুরে দাঁড়ানো বক্সিং ডে টেস্টে এককথায় কার্যত অসম্ভব মনে হলেও রাহানের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্টই সফল তৃতীয় দিনের খেলা এর শেষে। হাজেলউড, প্যাট কামিন্স ঝড়ে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যায় ভারত অভাল টেস্টে। সেখান থেকে মনোবল ফিরিয়ে বক্সিং ডে টেস্টে ঝাঁপিয়ে পড়েছে ভারত।

রাহানের নেতৃত্বে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায়। বুমরাহ ৪টি এবং আশ্বিন ৩টি উইকেট নিয়ে ভারতকে ভালো শুরু দেয়। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, অধিনায়ক রাহানের দুর্দান্ত শতরানের ওপর ভর করে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলীয় বোলিং এর বিরুদ্ধে ৮২ রানের লিড নিয়ে শেষ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ তৃতীয় দিনের শুরুতে ১১২ রান করে রান আউট হয়ে যান রাহানে। এরপর তার ১৫তম অর্ধশতক করে ৫৭ রানে আউট হন জাদেজা। ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩২৬ রানে। দ্বিতীয় ইনংসে ব্যাট করতে নেমে, ৬ উইকেট হারিয়ে দিনের শেষে, ১৩৩ রান করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ২ রানের লিড নিয়ে তারা চতুর্থ দিন শুরু করবে। জাদেজা দুটি উইকেট ছিনিয়ে নেয়। বুমরহ, উমেশ যাদব, আশ্বিন, সিরাজ একটি করে উইকেট পেয়েছে।

তৃতীয় দিনের শেষে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে ভারত। কিন্তু শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসের সেই ভয়াবহ পারফরমেন্স একমাত্র চিন্তার কারণ। কালকের দিনটা খুবই গুরত্বপূর্ণ। খেলার হার জিত কালকের দিনটি নির্ণয় করে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!