এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, আজ দলের মিছিলে যোগদান করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, খুশির হাওয়া বিজেপি শিবিরে

Breaking News, আজ দলের মিছিলে যোগদান করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, খুশির হাওয়া বিজেপি শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যোগদানের পর অনেকটা সময় কেটে গেলেও দলে যথেষ্টই নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নানা বিষয়ে টানাপোড়েন চলছিল তাঁদের দলের সঙ্গে। মাঝেমধ্যেই শোনা যাচ্ছিল তাঁর আবার তৃণমূলে প্রত্যাবর্তনের কথা। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলে সক্রিয় হলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ তাঁরা যোগদান করতে চলেছেন মিছিলে।

গত সোমবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে একটি রোডশোর আয়োজন করা হয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে মিছিলে অনুপস্থিত থাকেন তাঁরা। পরে জানানো হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর শারীরিক অসুস্থতার কারণেই মিছিলে যোগদান করা থেকে তাঁরা বিরত ছিলেন। এরপর দলের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এরপর আজকের মিছিলের পরিকল্পনা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত চলবে এই মিছিল। এই মিছিলে যোগদান করবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পর আজ প্রথম বিজেপির মিছিলে যোগদান করতে চলেছেন শোভন-বৈশাখী জুটি।

দলে দীর্ঘদিন ধরে মান-অভিমানের পালা চলবার পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। আজকের মিছিলের পূর্বে গতকাল বিজেপির উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠকে যোগদান করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। বৈঠক শেষে গতকাল তীব্র কটাক্ষ করেছিলেন শাসক দল তৃণমূলকে।

এককথায় বিজেপিতে তিনি যে এবারে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চলেছেন, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি সক্রিয় হবার ফলে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যথেষ্ট আনন্দিত বিজেপি শিবির। এরফলে দল অনেকটাই এডভ্যান্টেজ পাবে বলে বিশ্লেষকদের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!