এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনে ব্যাংক পরিষেবা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা – লাগু হতে পারে নতুন নিয়ম,জেনে নিন !

লকডাউনে ব্যাংক পরিষেবা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা – লাগু হতে পারে নতুন নিয়ম,জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাসকে কেন্দ্র করে রাজ্যে নতুন বিপত্তি। যে ভাবে করোনা সংক্রমন বাড়ছে তাতে এই ভয়ংকর ভাইরাসকে আমরা কতোটা প্রতিরোধ করতে পারবো জানি না, উল্টে এই ভাইরাসই আমাদের পরিচালনা করছে। আমরা আগেই দেখেছি কী ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মী, নার্স তথা ডাক্তারেরা। করোনায় আক্রান্ত হয়ে ডাক্তার মৃত্যুর ঘটনাও খবরে এসেছে অনেকবার। এবার পালা ব্যাংককর্মীদের।

দুর্ভাগ্যবশত, SBI-এর গল্ফগ্রীন শাখার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার মারা গেছেন। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, ইতিমধ্যেই করোনা সংক্রমণের জেরে কলকাতার বেশ কয়েকটি ব্যাঙ্কের শাখা বন্ধ রাখা হয়েছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কনটেনমেন্ট জোনে ব্যাংকিং পরিষেবা নিয়ে নতুন ভাবে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে রাজীব সিনহাকে। সেই আলোচনায় এটিএমগুলিকে স্যানিটাইজ করা থেকে শুরু করে ব্যাংক কর্মীদের নিরাপত্তা — সব ব্যাপারগুলি নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যাংক কর্মীরা মনে করছেন তাদের গ্রাহকদের থেকেই অজান্তে ব্যাংকে ছড়িয়ে পরছে করোনা। সেই ক্ষেত্রে ব্যাংকিং সময় নিয়েও ভাবনাচিন্তা করার প্রয়োজন বোধ করছেন তারা। তাদের দাবী হলো, সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ৫০ শতাংশ কর্মী দিয়ে ব্যাংকিং পরিষেবা দেওয়াকে সাময়িক ভাবে অনুমোদন করা।

এবার দেখা যাক, রাজ্যের সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করে। তবে এটিএম স্যানিটাইজ সংক্রান্ত ব্যাপারটিকে ব্যাংক কর্মী এবং আধিকারিকরা বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন। রাজ্যে আবার শুরু হচ্ছে লকডাউন। কনটেনমেন্ট জোনগুলিতেও কী ব্যাবস্থা নেওয়া হচ্ছে তা জানা এখন সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!