এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News,একদিনেই কেন্দ্রীয় মন্ত্রী সহ করোনা আক্রান্ত ৪২, প্রবল আশঙ্কা গেরুয়া শিবিরে

Breaking News,একদিনেই কেন্দ্রীয় মন্ত্রী সহ করোনা আক্রান্ত ৪২, প্রবল আশঙ্কা গেরুয়া শিবিরে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দাবানলের মত দেশে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন প্রায় ২ লক্ষের কাছাকাছি মানুষ, অন্যদিকে করোনায় মৃত্যু ঘটেছে চারশোরও বেশি মানুষের, সেইসঙ্গে তীব্রভাবে বাড়ছে দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ। আর এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সদরদপ্তরে একদিনে করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সহ মোট ৪২ জন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াতে শুরু করেছে গেরুয়া শিবিরে।

কিছুদিন আগে করোনা আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। এরপর করোনা আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এ কারণে দিল্লির ১১ নম্বর অশোক রোডে বিজেপির সর্বভারতীয় সদর দপ্তরের সকলকে করোনা পরীক্ষা করানো হয়। এরপর রিপোর্টে দেখা যাচ্ছে, করোনা সংক্রামিত হয়েছেন দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি সহ মোট ৪২ জন। যাঁদের মধ্যে আছেন অফিসের বহু কর্মী, একাধিক নেতা, মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা আক্রান্ত হবার পর একটি টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। যেখানে তিনি জানিয়েছেন, তাঁর শরীরে করোনার অল্প উপসর্গ রয়েছে। এ কারণে তিনি করোনা পরীক্ষা করেছিলেন। রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর কাছে যারা এসেছিলেন, তাদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। ইতিপূর্বেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন নীতিন গড়করি।

বিজেপির সদর দপ্তরে একসঙ্গে ৪২ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রবল আশঙ্কা বিস্তার করেছে গেরুয়া শিবিরে। কারণ এই সদরদপ্তরে ইতিমধ্যে বহুবার বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের একাধিক শীর্ষ স্থানীয়। আর এখানেই আগামীকাল বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আছে। তবে, এই পরিস্থিতিতে বৈঠক আদৌ হতে পারবে কিনা? তা নিয়ে রয়েছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!