এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অক্লান্ত পরিশ্রমের পুরস্কার – সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের মাইনে বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী

অক্লান্ত পরিশ্রমের পুরস্কার – সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের মাইনে বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ নজরুল মঞ্চে রাজ্য সরকারের বঙ্গবিভূষণ-বঙ্গভূষণ সম্মান প্রদান অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ার ও আশা-কর্মীদের জন্য। মুখ্যমন্ত্রী জানান, সিভিক ভলান্টিয়ারদের বেতন প্রাথমিকভাবে তিন হাজার টাকা ছিল, পরে তা বাড়িয়ে সাড়ে পাঁচ হাজার টাকা করা হয়। কিন্তু সিভিক ভলান্টিয়ারদের ‘অক্লান্ত পরিশ্রম’ দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের বেতন বাড়িয়ে আট হাজার টাকা করা হবে। এই বছরের ১ লা অক্টোবর থেকে এই বর্ধিত বেতন পাবেন রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি, রাজ্যের আশা-কর্মীদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেন্দ্রের তরফে আশা-কর্মীদের ৮০০ টাকা করে বেতন দেওয়া হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার আশা-কর্মীদের বেতন তো বন্ধ করেই নি উল্টে তা বাড়িয়ে আড়াই হাজার টাকা করে দেয়। কিন্তু তাঁদের বেতনও রাজ্য সরকার আবার বাড়াতে চলেছে। কিন্তু আশা-কর্মীদের বেতন বেড়ে কত হবে বা কবে থেকে তাঁরা এই বর্ধিত বেতন পাবেন তা অবশ্য জানা যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!