এখন পড়ছেন
হোম > রাজ্য > ব্রেকিং নিউজ – নারদ তদন্ত শেষ হতে চলেছে আগামী ৩ মাসের মধ্যে? কি হবে অভিযুক্তদের?

ব্রেকিং নিউজ – নারদ তদন্ত শেষ হতে চলেছে আগামী ৩ মাসের মধ্যে? কি হবে অভিযুক্তদের?


আজ হাইকোর্টে নারদ মামলার শুনানিতে একটি রিপোর্ট জমা দেয় সিবিআই।আর সেই রিপোর্টকে ঘিরেই বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। জানা গেছে তিন মাসের মধ্যেই জাল গুটিয়ে ফেলছেন তদন্তকারী অফিসাররা। তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে নারদ কাণ্ডের তদন্ত এমনটাই হাইকোর্টকে আজ একটি রিপোর্ট পেশ করে দাবি করেছে সিবিআই। প্রসঙ্গত আজ বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এ মামলার শুনানি ছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

আর সেখানেই এই রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট জমা দেয়ার পর আদালতের কাছে আরও কিছু সময় নিয়েছে সিবিআই। তার কারণ হিসেবে তারা দাবি করেছে এই মামলায় আরেকটি রিপোর্ট জমা পড়বে। সেই কারণেই সময়ের প্রয়োজন কিন্তু একথা নিশ্চিত ভাবে তারা জানিয়েছে যে নারদ মামলার তদন্ত প্রক্রিয়া তিন মাসের মধ্যেই তারা শেষ করবে। প্রসঙ্গত, মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে না এ নিয়ে স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা অসন্তোষ প্রকাশ করেছিলেন। পাশাপাশি তিনি দাবি করেছিলেন যে এই নারদ সংক্রান্ত যা তদন্ত হয়েছে তার কোন রিপোর্ট পাঠানো হয়নি দিল্লিতে। ফলে ভৎসনার শিকার হতে হয় আইও রঞ্জিত কুমারকে। এরপরই রঞ্জিত কুমারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নারদকাণ্ডের তদন্তকারী অফিসার অভয় সিংকে থেকে সরিয়ে দেওয়া হয়।

এরপর নারদ কাণ্ডের সমস্ত রিপোর্ট পাঠানো হয়। রিপোর্টে বলা হয়েছে যে সেইভাবে সহযোগিতা করছেন না ম্যাথু। তিনি অনেক তথ্য গোপন করেছেন। তবে রাজনৈতিক মহল এই নিয়ে আশাবাদী। তাদের মতে বারবার যে প্রশ্ন উঠছে কারা কারা জড়িত?বা যাদের নাম উঠেছে তারা কি সত্যিই জড়িত, নাকি তাদের ফাঁসানো হয়েছে, এই সমস্ত কিছুই খোলসা হয়ে যাবে কয়েক দিন পর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!