এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, কালীপুজোর সময়ে নাইট কার্ফু নিয়ে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের

Breaking News, কালীপুজোর সময়ে নাইট কার্ফু নিয়ে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুজোর পর থেকেই রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। যার ফলে করোনা সংক্রান্ত বিধি নিষেধ রাজ্যে বাড়ানো হলো আগামী ৩০ সে নভেম্বর পর্যন্ত। যার মধ্যে নাইট কারফিউর দিকে বিশেষভাবে নজর দেয়া হবে বলে, জানা যাচ্ছে। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। তবে কালিপুজোর সময় নাইট কারফিউর ব্যাপারে বিশেষ ছাড়পত্র দিল নবান্ন। নাইট কারফিউর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু বিষয়ে নবান্ন ছাড়পত্র দিয়েছে এসময়।

আজ নবান্নের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, এখন থেকে ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন তার পরিষেবা শুরু করতে পারবে। আর কালীপুজোর দিন গুলিতে নাইট কারফিউ জারি থাকবে না। কালী পূজা উপলক্ষে ২ রা নভেম্বর থেকে ৫ ই নভেম্বর পর্যন্ত নাইট কারফিউ জারি করা হবে না। আর ছট পুজোর দিনে অর্থাৎ ১০ই ও ১১ ই নভেম্বর থাকবে না নাইট কারফিউ। তবে নভেম্বর মাসের অন্যান্য দিনগুলিতে জারি করা হবে নাইট কারফিউ। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত যা থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এইসময় হোটেল, রেস্তোরাগুলি কতক্ষণ পর্যন্ত খোলা রাখা যাবে? এ প্রসঙ্গে জানানো হয়েছে যে, স্থানীয় প্রশাসন যে সময় বেঁধে দেবে, সেই পর্যন্তই হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা যাবে। এখনও পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন যে নির্দেশ দেবে, সে কথাই মেনে চলতে হবে হোটেল-রেস্তোরাঁ মালিকদের।

এখন থেকে ৭০ শতাংশ ক্রেতাদের স্থান দিতে পারবে হোটেল ও রেস্তোরাঁগুলি। তবে, সমস্ত ক্ষেত্রে মেনে চলতে হবে করোনা সংক্রান্ত বিধি নিষেধ ও সামাজিক দূরত্ব, অবশ্যই মাস্ক পড়তে হবে। প্রসঙ্গত দূর্গা পুজোর সময়ও নাইট কারফিউর উপরে বিশেষ ছাড় দেয়া হয়েছিল। উৎসবের দিনে সাধারণ মানুষ যাতে ঠাকুর দেখতে পারে, তার কথা চিন্তা করেই কালীপুজোর সময়েও নাইট কার্ফুর উপরে বিশেষ ছাড় দিল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!