এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, নেতাজিকে শ্রদ্ধা জানাতে বিশেষ পদক্ষেপ ভারতীয় রেলের, জানুন বিস্তারিত

Breaking News, নেতাজিকে শ্রদ্ধা জানাতে বিশেষ পদক্ষেপ ভারতীয় রেলের, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবছর নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী পালিত হতে চলেছে। এই উপলক্ষে সারা বছর ধরে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এ কাজের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির শীর্ষে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নেতাজিকে শ্রদ্ধা জানাতে বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেল। নেতাজির নামে নামকরণ করা হচ্ছে এক ঐতিহ্যবাহী ট্রেনের।

অন্যদিকে, নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গতকাল কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং পটেল জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার এখন থেকে ২৩ সে জানুয়ারির দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অকুন্ঠ সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, নেতাজির জন্ম দিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে জয়ধ্বনি দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর, এবার নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তিত করে করা হচ্ছে, নেতাজি এক্সপ্রেস। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ১৪ ই জানুয়ারি হাওড়া কালকা- মেলের নামবদলের প্রস্তাব করা হয়েছিল রেল মন্ত্রকের পক্ষ থেকে। এরপর, গতকাল মঙ্গলবার রেল বোর্ডের পক্ষ থেকে বিষয়টি চূড়ান্ত করে রেলের সমস্ত বিভাগের জেনারেল ম্যানেজারদের এই পরিকল্পনার কথা জানিয়ে দেয়া হয়। নেতাজিকে শ্রদ্ধা জানাতেই হাওড়া- কালকা মেলের নামকরণ এখন থেকে করা হবে নেতাজি এক্সপ্রেস।

এবার, নেতাজির জন্মদিনের দিন কলকাতায় একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল অনুষ্ঠান পালিত হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানে তিনি বক্তব্য রাখতে পারেন। এর সঙ্গে সঙ্গে জাতীয় গ্রন্থাগারেও চলবে একটি অনুষ্ঠান। তবে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সফর সূচি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়নি। অন্যদিকে সেদিন কলকাতার শ্যাম বাজারে নেতাজি মূর্তির পাদদেশে থেকে মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের সঙ্গে রয়েছে একাধিক অনুষ্ঠান।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!