এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির “গো-ব্যাক” শ্লোগানের মুখে রাজ, উত্তপ্ত ব্যারাকপুর!

বিজেপির “গো-ব্যাক” শ্লোগানের মুখে রাজ, উত্তপ্ত ব্যারাকপুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। আর রাজনীতির ময়দানে নামার সাথে সাথেই তৃণমূলের পক্ষ থেকে তাকে টিকিট দিয়ে দেওয়া হয়েছে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। আজ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেই ব্যারাকপুরে নির্বাচন।

সকাল থেকেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী। কিন্তু বেলা বাড়তে না বাড়তেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এবার রাজ চক্রবর্তীকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বস্তুত, সকালবেলা বেরিয়েই রাজ চক্রবর্তী দাবি করেছিলেন, তার জয়লাভ একপ্রকার নিশ্চিত। কিন্তু এর কিছু সময় পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গেছে, ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজ চক্রবর্তীকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা কর্মীরা। আর এর ফলে রীতিমত উত্তেজনা বাড়তে শুরু করেছে গোটা এলাকা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই ব্যারাকপুর গত লোকসভা নির্বাচনে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল। মাঝেমধ্যেই গুলি-বোমার আওয়াজ আতঙ্কের সৃষ্টি করে এই এলাকায়। কিন্তু এবার সেখানে অর্জুন সিংহ এবং বিজেপিকে জব্দ করতে তৃণমূলের পক্ষ থেকে তারকা প্রার্থী হিসেবে রাজ চক্রবর্তীকে টিকিট দেওয়া হয়েছে।

জয়ের ব্যাপারে তৃণমূলের তারকা প্রার্থী আত্মবিশ্বাসী হলেও, পরিস্থিতি যে ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, তা বলাই যায়। এদিন যেভাবে রাজ চক্রবর্তীকে ঘিরে ধরে “গো-ব্যাক” স্লোগান দিতে দেখা গেল বিজেপির একাংশকে, তাতে নিঃসন্দেহে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!