এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্পিকারের তলবে কতটা সারা দিল ইডি ও সিবিআই?

স্পিকারের তলবে কতটা সারা দিল ইডি ও সিবিআই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারদা, নারোদা, কয়লা পাচার, গরু পাচারের মতো রাজ্যে ঘটে চলা একাধিক কেলেঙ্কারি নিয়ে তৎপর হয়ে উঠেছে সিবিআই ও ইডি। নারদ কান্ডে রাজ্যের দুজন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় ও দুজন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে। বিধানসভাতে পাঠিয়ে দেয়া হয়েছে এই চার্জশিট।

তবে, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, রাজ্য বিধানসভার স্পিকারের কোন অনুমতি না নিয়ে বিধানসভার সদস্যের বিরুদ্ধে চার্জশিট পাঠানো হয়েছে। এরপর সিবিআই ও ইডির আধিকারিকদের বিধানসভায় তলব করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে, স্পিকারের তলবে সারা দিলেন না দুই সংস্থার আধিকারিকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তলবে উপস্থিত না হলেও ইডির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বিধানসভার স্পিকারের কাছে। যেখানে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাইকোর্টের নির্দেশ মেনে এই তদন্ত করছেন তাঁরা। আদালতে নির্দেশ মেনেই চার্জশিট দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে স্পিকারের অনুমতি অপ্রয়োজনীয় বলেই, দাবি করা হয়েছে। বিষয়টি আদালতের বিচারাধীন বিষয় বলেও দাবি করা হয়েছে সিবিআই ও ইডির পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!