এখন পড়ছেন
হোম > রাজ্য > সিবিআইয়ের যাঁতাকলে রঞ্জন ! ‘রঞ্জন’ রহস্য উদঘাটনে সিবিআইয়ের বড়সড় পদক্ষেপ !

সিবিআইয়ের যাঁতাকলে রঞ্জন ! ‘রঞ্জন’ রহস্য উদঘাটনে সিবিআইয়ের বড়সড় পদক্ষেপ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  প্রাইমারি টেট দুর্নীতি  মামলাকে কেন্দ্র করে সিবিআইয়ের নজরে উঠে এলো বাগদার রঞ্জন ওরফে চন্দন মন্ডল ।  প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকের চাকরি করাতেন বলে এমনটাই অভিযোগ উঠেছে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে।  ফেসবুকে একটি ভিডিও তে প্রাইমারি টেট দুর্নীতি নিয়ে সরব হয়ে ‘রঞ্জন’কে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু মিডিয়া। তবে  প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস তাঁর সেই ফেসবুক বার্তার মাধ্যমে জানিয়েছিলেন যে জনৈক ‘রঞ্জন’ প্রাথমিক এবং উচ্চমাধ্যমিকে শিক্ষকের চাকরি বিক্রি করে থাকেন কিন্তু এই ‘রঞ্জন’ নামটি তিনি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেন।

যদিও পরবর্তীতে জানা যায় এই ‘রঞ্জন’ আসলে চন্দন মন্ডল। সুত্রের খবর ২০১৪ সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল সেখানে ৮০ জনেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন এমনটা উঠে আসতেই আদালতের নির্দেশের পর সেই ‘রঞ্জন’ রহস্য ভেদে বেশ তত্‍পরতা দেখা গেল সিবিআই তদন্তকারী আধিকারিকদের । ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় রঞ্জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।

প্রসসঙ্গ উল্লেখ্য যে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর এই ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন ফলে আদালতের নির্দেশ অনুযায়ী এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে ‘বাগদার রঞ্জন’ ওরফে চন্দন মন্ডল রহস্যভেদের। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে সিবিআই তদন্তের মাধ্যমে রঞ্জন রহস্য কোন দিকে গড়ায় নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!