এখন পড়ছেন
হোম > জাতীয় > সিবিআইয়ের মামলায় জামিন মিললেও, এখনও আশঙ্কা কাটছে না চিদম্বরমের – জানুন বিস্তারিত

সিবিআইয়ের মামলায় জামিন মিললেও, এখনও আশঙ্কা কাটছে না চিদম্বরমের – জানুন বিস্তারিত


দীর্ঘ নাটকের অবসানের পর বেশ কিছুদিন আগে আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই এর হাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম গত 21 আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন। রীতিমতো সিবিআইকে নাজেহাল করার পর তিনি সিবিআইয়ের হাতে ধরা পড়েছিলেন। হাই কোর্টের সিদ্ধান্তে আপাতত তিহার জেলে চিদম্বরম। চিদাম্বরমকে গ্রেপ্তারের ঘটনায় সেই সময় দেশের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ছড়ায়।

সরকারি, বিরোধী দলগুলি দোষারোপে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে চিদম্বরমের ওপর আরো চাপ বাড়িয়ে আই এন এক্স মিডিয়া মামলায় তিহার জেল এর মধ্যেই তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি গ্রেপ্তার করে।এদিন  চিদাম্বরমকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করল। কিন্তু সুপ্রিম কোর্ট জামিন দিলেও প্রাক্তন মন্ত্রীকে এখনো জেলেই থাকতে হবে। সিবিআইয়ের দায়ের করা আইএনএক্স মিডিয়া মামলায় তিনি এক লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে।

তবে আগামী 24 অক্টোবর পর্যন্ত ইডির হেফাজতে থাকার পর তিনি মুক্তি পাবেন বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁকে নিয়মিত গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে হবে। বিদেশ যেতে গেলেও তাঁকে আদালতের অনুমতি নিতে হবে বলে জানা গেছে।যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ যে রায় দেন তা চিদম্বরমের কোন কাজে লাগবে না।

কারণ শুধুমাত্র একটি মামলায় তিনি জামিন পেলেন, বাকি মামলাগুলি কিন্তু তাঁর মাথায় এখনও রয়েছে। সুতরাং অন্য মামলাগুলির কারণে তাঁকে এখনো জেলে থাকতে হবে। আই এন এক্স মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রাক্তন অর্থমন্ত্রী সেপ্টেম্বরের 30 তারিখ দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন। কিন্তু দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দেয়। মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে আর ভানুমতির বেঞ্চ তাঁর আবেদন মঞ্জুর করে।

প্রসঙ্গত প্রাক্তন অর্থ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে তিনি বেআইনিভাবে আই এন এক্স মিডিয়াকে ফরেন ইনভেস্টমেন্টের ক্লিয়ারেন্স পাইয়ে দিয়েছিলেন। এই অভিযোগে 10 বছর বাদে 2017 সালের 15 ই মে চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সিবিআই। আর তারপরে আর্থিক তছরুপের জন্য চিদম্বরমের বিরুদ্ধে মামলা করে ইডি। গত দু বছর ধরে এই মামলাটি চলার পর একুশে আগস্ট প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর থেকে তিনি তিহার জেলেই বন্দি আছেন।

উল্লেখ্য, 2007 সালে আইএনএক্স মিডিয়াতে তিনশ কোটি টাকার বিদেশি বিনিয়োগ হয়। আর এই অনুমোদন দিয়েছিল ফরেন ইনভেসমেন্ট প্রোমোশন বোর্ড অর্থাৎ এফ আই পি বি। কিন্তু সিবিআই ও ইডির অভিযোগ, এই বিনিয়োগ এফডিআই-এর নিয়মমাফিক হয়নি। এর পাশাপাশি আইএনএক্স মিডিয়ায় বিনিয়োগ এর অনুমোদন আসে 4.62 কোটি টাকার। কিন্তু আইএনএক্স মিডিয়া শেয়ার বিক্রি করে 305 কোটি টাকা তোলে বলে জানা গেছে। আর এই গোটা প্রক্রিয়াটাই যখন চলে, তখন অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম।

সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে বিরোধীদলের দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চালানোর জন্য প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে হেনস্তা করছে। প্রাক্তন অর্থমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছুদিন তিহার জেলে কাটিয়ে ফেললেন। কিন্তু একই অভিযোগে তাঁকে বারবার জেল হেফাজতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী মহলের। আর এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ছে তাঁরা।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না। দুর্নীতির অভিযোগে যেই যুক্ত হোক, তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে। তাই রাজনৈতিক প্রতিহিংসার কথা আসে না। আপাতত পি চিদম্বরমের ঘটনা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রেখেছে দেশের রাজনৈতিক দলগুলি ও ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!