এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চাঞ্চল্য জাগিয়ে নজরবন্দী থাকা সত্ত্বেও উধাও ডাকসাইটে তৃণমূল নেতা, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

চাঞ্চল্য জাগিয়ে নজরবন্দী থাকা সত্ত্বেও উধাও ডাকসাইটে তৃণমূল নেতা, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অষ্টম দফার নির্বাচনে বীরভূমে ভোট হবার কথা। সেদিকে নজর দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোটপ্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নজরবন্দী হয়েছিলেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মূলত 2016 সাল থেকেই প্রত্যেকবার ভোটে অনুব্রত মণ্ডলকে কড়া নজরবন্দী করে নির্বাচন কমিশন। তাই তাঁর কাছে এটি কোনো নতুন ব্যাপার নয়। তবে অনুব্রত মন্ডল কমিশনের সিদ্ধান্তের পাল্টা জবাব দিয়ে জানিয়েছিলেন, বীরভূমের মাটিতে কিন্তু ভয়ঙ্কর খেলা হবে।

আর সেই খেলার সূত্রপাত করলেন স্বয়ং অনুব্রত মণ্ডল নিজেই। নজরবন্দী থাকা অবস্থায় হঠাৎ করে উধাও হয়ে গেলেন তিনি। এই নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলার রাজনৈতিক মহলেও। কমিশনের কড়া নজরদারি সত্ত্বেও কিভাবে অনুব্রত মণ্ডল উধাও হয়ে গেলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। কোথায় গেলেন অনুব্রত মণ্ডল? রাত পোহালেই বীরভূমের ভোট। তার আগেই জেলার স্পর্শকাতর বুথে অনুব্রত মণ্ডল হাজির হতে পারেন বলে অনেকেই মনে করছেন। বিরোধীরা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নজরদারি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নজরবন্দি হওয়া সত্ত্বেও অনুব্রত মণ্ডলের গলায় কিন্তু শোনা গিয়েছে যথেষ্ট আত্মবিশ্বাস। বীরভূমের ভোটের আগের দিন অনুব্রত মন্ডলের বেপাত্তা হয়ে যাওয়া কি অন্যকোন ইঙ্গিত দিচ্ছে? এই উত্তর খুঁজতে মরিয়া এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে অনুব্রত মন্ডলের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

রাজনীতির মানচিত্রে অত্যন্ত উত্তেজনাপ্রবণ জায়গা হল এই বীরভূম। জেলার বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই রাজনৈতিক হিংসার খবর উঠে এসেছে। তাই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কমিশন বীরভূমের ওপর বিশেষ নজর রেখেছে। কিন্তু অনুব্রত মণ্ডল যেভাবে কমিশনের নজর এড়িয়ে উধাও হয়ে গেলেন এবং তিনি কোথায় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা, এই অবস্থায় যথেষ্ট বিড়ম্বনার মুখে যে কমিশন তা বলাইবাহুল্য। তবে অনুব্রত মণ্ডলের উদাহরণ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!