এখন পড়ছেন
হোম > জাতীয় > উদ্ধব ঠাকুরের গুগলিতে বাড়ছে রহস্য! এবার কি মহারাষ্ট্রও বিজেপির হাত থেকে যাচ্ছে?

উদ্ধব ঠাকুরের গুগলিতে বাড়ছে রহস্য! এবার কি মহারাষ্ট্রও বিজেপির হাত থেকে যাচ্ছে?


লোকসভা নির্বাচনে তুমুল সাফল্যের সঙ্গে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী-অমিত শাহরা ক্ষমতায় আসার পরবর্তীকালে – প্রধান বিরোধী কংগ্রেসকে তো ছত্রভঙ্গ লাগছিলোই, পাশাপাশি অন্যান্য যেসব বিরোধীরা সম্মিলিতভাবে বিজেপি বিরোধিতায় নেমেছিল কার্যত তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে দুই গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয়।

মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে শিবসেনার জোট থাকলেও, হারিয়ানাতে একাই লড়ে কেন্দ্রের শাসকদল। আর দু জায়গাতেই সরকার বানানোর থেকে অনেক বেশি আসন জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল গেরুয়া শিবির। কিন্তু, হারিয়ানাতে ইতিমধ্যেই অনেক অঙ্ক গুলিয়ে গেছে, সরকার বানানোর মত সংখ্যা এখনও বিজেপির হাতে নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর মাঝেই এবার চিন্তা বাড়ল মহারাষ্ট্র নিয়ে। বিজেপি আগেই জানিয়ে রেখেছিল, মহারাষ্ট্রে ক্ষমতায় এলে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু, শিবসেনা নজিরবিহীনভাবে পার্টি সুপ্রিমো উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরেকে নির্বাচনে নামান। তখন থেকেই শিবসেনার মধ্যে থেকে আওয়াজ উঠছিল – এদুটিয়া ঠাকরেকেই জোটের মুখ্যমন্ত্রী করতে হবে।

দিনের শেষে দেখা যাচ্ছে, শিবসেনার হাত না ধরলে মহারাষ্ট্রে সরকার বানাতে পারছে না বিজেপি। অন্যদিকে, শেষ বয়সে এসে বুড়ো হারে রীতিমত ভেলকি দেখিয়ে দিয়েছেন শরদ পাওয়ার। নিজের গড় রক্ষার পাশাপাশি তিনি কংগ্রেসকেও অক্সিজেন দিয়েছেন। এই অবস্থায় বিজেপিকে আটকাতে শরদ পাওয়ার শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের ফর্মুলা খেলে দেখছেন।

আর তাই, উদ্ধব ঠাকরে মওকা বুঝেই মারাত্মক চাল চেলেছেন। এখনই জোট ভাঙার কথা না বললেও, মুখ্যমন্ত্রী কে হবেন এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন – তা ঠিক হবে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই। অর্থাৎ দেবেন্দ্র ফড়নবিশকে তিনি যে মেনে নিচ্ছেন না তা স্পষ্ট। এই অবস্থায় বল, রীতিমত বিজেপির কোর্টে। সেক্ষেত্রে শিবসেনার দাবি না মানলে মহারাষ্ট্রে সরকার না গড়ার মত পরিস্থিতি তৈরী হতে পারে। এখন দেখার বিজেপি শীর্ষ নেতৃত্ব কোন পথে এই পরিস্থিতি সামাল দেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!