এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনের সন্দেহজনক পদক্ষেপে আবার নতুন করে যুদ্ধ বাধার আশঙ্কা, শান্তি রক্ষার্থে বৈঠক দু’দেশের

চীনের সন্দেহজনক পদক্ষেপে আবার নতুন করে যুদ্ধ বাধার আশঙ্কা, শান্তি রক্ষার্থে বৈঠক দু’দেশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর গালওয়ানে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি দেখা যায় ভারত ও চীনের। এরপর বেশ কয়েকবার দু’দেশের বৈঠক হলেও শান্তি ফিরে এসেছে, তা বলা যায়না। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি চীনের বেশ কিছু সন্দেহজনক পদক্ষেপ আবার নতুন করে যুদ্ধ বাধার আশঙ্কা তৈরি করেছে। উত্তর-দক্ষিণ প্যাংগং লেক নিকটস্থ অঞ্চল থেকে চীনা সেনা সরানো হয়েছে, কিন্তু গোগরা, হট স্প্রিং বা ডেপসাং ভ্যালির মতো কিছু এলাকায় আবার নতুন করে সেনা সমাবেশ শুরু করেছে চীন, সেই সঙ্গে চলছে অস্ত্রশস্ত্র মজুতের কারবার। তাই আবার যে কোন সময় যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আজ চীন ও ভারতের মধ্যে কমান্ডার পর্যায়ের একটি বৈঠক বসতে চলেছে।

চীন ও ভারত সীমান্তবর্তী এলাকায়গুলিতে সার্বভৌমত্ব রক্ষার জন্য ইতিপূর্বে চুক্তিবদ্ধ হয়েছে দুই দেশ। কিন্তু চুক্তি অমান্য করে বারবার ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে চীন। সরাসরি সেনা নিয়ে ভারতে প্রবেশ করা কঠিন বলেই, ঘুরপথে ভারতে প্রবেশের চেষ্টা বারবার করেছে চীন। বেশকিছু সীমান্তবর্তী এলাকায় অস্ত্র মজুত করার চেষ্টাও চালাচ্ছে চীন। নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের বেশকিছু কার্যকলাপ যথেষ্ট সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। আবার ইতিমধ্যে দেশের ভেতরে চীনা বাহিনী প্রবেশ করেছিল। রুটোগ ঘাঁটি, গোগরা ঘাঁটির নিকটস্থ অঞ্চলে আবার নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছে চীন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেকোনো সময়ে চুক্তি ভঙ্গ করে চীনের সেনা দেশে প্রবেশ করতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একাধিকবার চীন-ভারতের বৈঠকের পরেও সমস্যার কোনো সমাধান হয়নি। চুক্তি অনুযায়ী, কোন দেশের সীমানাতেই প্রবেশ করতে পারেনা অন্য কোন দেশের সেনাবাহিনী। যদিও এখনো পর্যন্ত বারবার তা ভেঙেছে চীন। নিয়ন্ত্রণ রেখা বরাবর কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়? তা নিয়ে দুদেশের বৈঠক হয়েছে। ভারতের ও চীনের বিদেশ মন্ত্রীর এ বিষয়ে আলোচনা হয়েছিল। তারপর চীন সেনা থেকে সরিয়ে নিয়েছে প্যাংগং লেক থেকে। কিন্তু পূর্ব লাদাখের বেশকিছু স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে চীন।

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে তখনই আসতে পারবে, যখন বিশ্বাসের মর্যাদা রক্ষা করা হবে। লাদাখ সীমান্তে যদি কোনরকম বদল করতে চায় চীন, তবে ভারত কিছুতেই তা মেনে নেবে না।
নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশকিছু স্থানে নতুন করে সেনা মোতায়েন, অস্ত্রশস্ত্র মজুত, রাস্তা নির্মাণ করার কাজ শুরু করেছে চীন। সামরিক ও কূটনৈতিক বৈঠকের মধ্যে দিয়ে তা সমাধানের চেষ্টা করছে ভারত। এ কারণেই আজ চীন ও ভারতের মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠক বসতে চলেছে। জানা যাচ্ছে চুসুল-মলডো সীমান্তে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে শান্তি ফিরে আসে কিনা? সেদিকে দৃষ্টিপাত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!