এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি-বিরোধী মহাজোটের দামামা কি বেজে গেলো, নবান্নে বৈঠক ঘিরে জোরে জল্পনা

বিজেপি-বিরোধী মহাজোটের দামামা কি বেজে গেলো, নবান্নে বৈঠক ঘিরে জোরে জল্পনা

আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে সরাতে প্রথম থেকেই বিরোধী মহাজোটকে এককাট্টা করার কথা বলে এসেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা এবং বার্তাকে পাথেয় করেই এবার সেই বাংলার মুখ্যমন্ত্রীর সাথেই এক বৈঠক করতে নবান্নে আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বেঙ্গালুরুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবাবু নাইডু সহ একগুচ্ছ বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। আর সেখানেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সব আঞ্চলিক দলকে এক ছাতার তলায় আনতে চাইছেন। তাই আমরা মমতাজীর এই উদ্যোগকে সমর্থন করি।”

আর এরপরও বহুবার বিরোধী জোট নিয়ে মমতা- চন্দ্রবাবু ফোনালাপও হয়েছে। এদিকে বর্তমানে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলই বলে দেবে যে আগামী 2019 এর লোকসভায় কেন্দ্রের মসনদ ঠিক কোন রাজনৈতিক দলের দখলে থাকবে।

আর ইতিমধ্যেই সেই সমস্ত রাজ্যে বিরোধী জোটকে আরও শক্তিশালী করবার জন্য কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও একপ্রস্থ কথা সেরেছেন চন্দ্রবাবু নাইডু। আর এবারে খোদ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে আজ রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে পা রাখছেন তিনি।

একাংশের মতে, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তার নিজের রাজ্যে সিবিআইয়ের ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করায় তাকে সমর্থন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অন্ধ্রপ্রদেশের দেখানো পথেই সেই জেনারেল কন্সেন্ট আইনটিকে বাতিল করে বাংলায় সিবিআই ঢুকলে অনুমতি নিতে হবে বলেও বিজ্ঞপ্তি জারি করেছে এই রাজ্য।

আর এখানেই বিরোধী জোটের দুই নেতা নেত্রীরা মধ্যে অনেকটাই বিজেপি বিরোধী তার সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। তবে শুধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকই নয়, আগামী বৃহস্পতিবার এই চন্দ্রবাবু নাইডু দিল্লির অন্ধ্রভবনে সমস্ত বিরোধী দলগুলোকে নিয়েও একটি বৈঠক দেখেছেন। যেখানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ও।

জানা গেছে, বিরোধী জোটের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে না পারলেও দলের তরফ থেকে তিনি প্রতিনিধি পাঠাবেন। পাশাপাশি আগামী 19 শে জানুয়ারি কলকাতায় তৃণমূলের পক্ষ থেকে দেশের সমস্ত বিরোধী দলকে নিয়ে ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার ব্যাপারে সায় দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এহেন একটা পরিস্থিতিতে আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এবং লোকসভার নির্বাচনের ঠিক প্রাক্কালে দেশের বিরোধী মহাজোটের দুই নেতা-নেত্রীর বৈঠক থেকে ঠিক কি উঠে আসে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!