এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির চাপ বাড়িয়ে মহাজোটের ঝলক দিয়ে রাজস্থানে তৃতীয় তালিকা প্রকাশ কংগ্রেসের

বিজেপির চাপ বাড়িয়ে মহাজোটের ঝলক দিয়ে রাজস্থানে তৃতীয় তালিকা প্রকাশ কংগ্রেসের

বিজেপিকে সরাতে গেলে এক বনাম একের প্রার্থী দিয়েই লড়তে হবে-প্রথম থেকেই বিরোধী মহাজোটের নেতা-নেত্রীরা এই দাবি করে আসছিলেন। এবারে সকলের সেই দাবিকে মান্যতা দিয়ে সেই বিরোধী মহাজোটকে আরও শক্তিশালী করে তুলতে রাজস্থানে নিজেদের শেষ প্রার্থী তালিকায় সেই মহাজোটেরই ঝলক দেখালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।

সূত্রে খবর, এবারে রাজস্থানের 200 টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। আর শেষ 18 জনের প্রার্থী তালিকায় দুটো আসন শরদ যাদবের লোকতান্ত্রিক জনতা দল, দুটো অজিত সিংয়ের রাষ্ট্রীয় লেকদল এবং একটি শরদ পাওয়ারের এনসিপিকে দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এই শেষ প্রার্থী তালিকা ঘোষণা করে বিরোধী মহাজোটকেই রাজস্থানে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলেন রাহুল গান্ধী। এদিকে শেষ 18 জনের প্রার্থী তালিকায় দুজনের নাম সেই প্রার্থীপদ থেকে বাদও দিয়েছে কংগ্রেস।

জানা গেছে, পশ্চিম বিকান থেকে বিডি কল্লাকে ফের প্রার্থী করা হয়েছে। অনেকে বলছেন, এই বিডি কল্লাকে পার্থী না করার জন্য বিকানে প্রবল প্রচার চলেছিল। এমনকি এই প্রচারের জেরে এক সময় সেই বিডি কল্লা নির্দল হয়েও দাঁড়াতে চেয়েছিলেন। আর তাই শেষ পর্যন্ত সেই বিডি কল্লার ক্ষোভকে প্রশমিত করে তাকে ফের প্রার্থী করার সিদ্ধান্ত নিল কংগ্রেস।

অন্যদিকে পশ্চিম বিকান থেকে প্রার্থী হওয়ার কথা থাকলেও এবার পূর্ব বিকানেই দাড়াতে হচ্ছে যশপাল গহলোতকে। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী তালিকায় বেশ কয়েকজন ব্যক্তি টিকিট পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। যেমন, সিএল প্রেমিকে এবার কেশোয়ারপাটনে টিকিটই দেওয়া হয়নি।

পাশাপাশি টিকিট পেয়েও প্রার্থী পদ বাতিল হয়েছে কনহাইয়া লালের। প্রার্থী পদ থেকে বঞ্চিত হয়েছেন সুমেরপুরের কংগ্রেসে নেতা তথা প্রাক্তন মন্ত্রী বীনা কাক। যার জায়গায় প্রার্থী করা হয়েছে রঞ্জু রামাবতকে। তবে এই রাজস্থানে 13 জুন সংখ্যালঘুদের টিকিট দেওয়ায় সেই রাজ্যের প্রায় সিংহভাগ জেলারই সংখ্যালঘু দপ্তরের অধ্যক্ষরা কংগ্রেসের কাছে তাদের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাদের অভিযোগ, সংখ্যালঘুদের নামে কংগ্রেস কিছুই করেনি। তবে যে যাই বলুক না কেন, রাজস্থানের শেষ প্রার্থী তালিকায় বিরোধী মহাজোটকে যেভাবে কয়েকটি আসনের প্রার্থী দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করলেন রাহুল গাঁধী, তাতে সেই বিরোধী মহাজোটের নেতারা এখন সেটাতে কতটা সন্তুষ্ট থাকে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!