এখন পড়ছেন
হোম > রাজ্য > জয় ব্যানার্জি ও দিলীপ ঘোষের গাড়িতে হামলার প্রতিবাদে মহা মিছিলের ডাক বিজেপির

জয় ব্যানার্জি ও দিলীপ ঘোষের গাড়িতে হামলার প্রতিবাদে মহা মিছিলের ডাক বিজেপির


বেশ কিছুদিন ধরে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক সভায় বিতর্কিত এবং আক্রমণাত্মক বক্তব্য রাখছিলেন বিজেপি নেতারা। আঘাত আসলে প্রত্যাঘাত হবে বলে বিভিন্ন সভায় শাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা।

কিন্তু রাজনীতিতে এতটাও আক্রমণাত্মক এবং চ্যালেঞ্জিং শব্দ প্রয়োগ করতে নেই যাতে কেউ কারও প্রতি আঘাত নিয়ে আসে। আর বাস্তবেও তাই হল। সত্যি সত্যিই হুগলির মশাটের সভায় গিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে হামলার মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং জয় ব্যানার্জিকে।

সূত্রের খবর, গতকাল হুগলির মশাটের সভায় রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা মারামারি চাই না। কিন্তু ওরা যদি মারে তাহলে আমরা চুপ করে বসে থাকব না। হাসপাতালে পাঠিয়ে আর সময় নষ্ট করব না। ওখানেই হিসেব মিটিয়ে দেব।”

এদিকে এই সভা করে ফেরার পথেই ডানকুনির কালীপুরের কাছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের ওপর হামলা এবং বিজেপি নেতা জয় ব্যানার্জিকে প্রবল মারধরের অভিযোগ ওঠে। তবে নিরাপত্তা রক্ষীদের কারণে দিলীপ ঘোষ বেঁচে গেলেও গুরুতর জখম হন জয় ব্যানার্জি।

এদিন তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এদিকে দলীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এদিন প্রথম থেকেই রাজ্যের শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগকে নিয়েই এখন পথে নামতে চায় গেরুয়া শিবির। আর তাইতো গতকাল সন্ধেয় রাজ্য বিজেপির অফিসের সামনে থেকে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি আজ এর প্রতিবাদে দলের হেডকোয়ার্টার থেকে লাল বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সব মিলিয়ে এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং জয় ব্যানার্জির গাড়িতে হামলার প্রতিবাদে ফের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!