এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কড়া নজরদারি চালু,মাত্র তিন সপ্তাহে রেড থেকে বদলে গেল গ্রীনজোনে!প্রশংসা সর্বত্র

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কড়া নজরদারি চালু,মাত্র তিন সপ্তাহে রেড থেকে বদলে গেল গ্রীনজোনে!প্রশংসা সর্বত্র


করোনা ভয়াবহতা যখন গোটা দেশে চূড়ান্ত আকার ধারণ করেছিল, ঠিক তখনই নিশ্চিন্তে ছিল কলকাতা। কিন্তু এখন যখন অন্যান্য রাজ্যে এই করোনা ভাইরাস কিছুটা হলেও স্থিতিশীল, ঠিক তখনই ভয়াবহ আকার নিতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গকে। গত মাসে বেলগাছিয়া বস্তিতে করো না ভাইরাসের প্রকোপ প্রবল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনেকের মনেই চিন্তা বাসা বাঁধতে শুরু করেছিল কলকাতার এই ছোট্ট বস্তি থেকে করোনাভাইরাস গোটা শহরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন একাংশ। যার কারণে অনেকের মনেই আশঙ্কা দানা বাধতে শুরু করেছিল।

এলাকাবাসীর তরফে নেওয়া হয়েছিল বাড়তি সর্তকতা। তবে বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি ময়দানে নামতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কড়া নজরদারির নির্দেশ দেন তিনি। এরপরই সেই বস্তি এলাকার বিভিন্ন বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি তাদের হাইড্রক্সি ক্লোরোকুইন ওষুধ খাওয়ানো হয়। তবে যে বেলগাছিয়া নিয়ে চিন্তা ছিল সকলের, এবার সেই বেলগাছিয়া আশ্বস্ত করেছে অনেককে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, গত 24 এপ্রিলের পর থেকে ওই এলাকায় নতুন করে আর কেউ সংক্রমিত হয়নি। যার ফলে টানা 21 দিন যদি কেউ সেই এলাকায় সংক্রমিত না হন, তাহলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রেড থেকে গ্রীনজোনে চলে যাবে। ফলে এককালে বেলগাছিয়া নিয়ে সকলের চিন্তা থাকলেও, এবার সতর্ক বার্তা এবং সচেতনতার জন্য সেই বেলগাছিয়া গ্রীনজোনে আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, এর প্রধান কৃতিত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি সকলকে সতর্ক করার পরেই এই ব্যাপারে বাড়তি নজরদারি তৈরি হয়েছিল। আর তার ফলে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমানো গিয়েছে। সেদিক থেকে বেলগাছিয়ার মত রাজ্যের যে সমস্ত এলাকায় প্রভাব বাড়ছে, সেখানেও একটু সর্তকতা অবলম্বন করলেই পরিস্থিতি বাগে আসবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

তবে বেলগাছিয়াতে এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও কোনোমতেই আবার যত সংক্রমণ বেড়ে না যায়, তার জন্য সচেতন রয়েছেন বাসিন্দারা। যার ফলস্বরুপ তারা এখনই সামাজিক দূরত্ব ভাঙতে নারাজ। সব মিলিয়ে করোনা ভয়াবহতার মধ্যেও বেলগাছিয়া বস্তির গ্রীনজোনে চলে আসা আশার আলো দেখাচ্ছে সকলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!